gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে গুলি, নারীসহ নিহত দুই
প্রকাশ : শুক্রবার, ১০ জুন , ২০২২, ০৬:৪৯:২৪ পিএম
কাগজ ডেস্ক:
1654865390.jpg
ভারতে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে গুলি চালিয়েছে এক পুলিশকর্মী। এ ঘটনায় এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এরপর ওই পুলিশ সদস্যও আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।শুক্রবার (১০ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।জানা গেছে, উপ-হাইকমিশনের অফিসেই কর্মরত ছিলেন ওই পুলিশ সদস্য। সেখান থেকে বেরিয়ে ৫০ মিটার হেঁটে এসে গুলি চালান তিনি।আরো জানা যায়, বাংলাদেশ উপ-হাইকমিশনের পাশের রাস্তায় হাইকমিশনের ওই নিরাপত্তারক্ষী প্রথমে এক বাইক আরোহীকে গুলি করেন। এ ঘটনায় ওই মোটরসাইকেল চালক আহত হয়েছেন।এরপর তিনি এগিয়ে গিয়ে এক নারীকে গুলি করেন। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।পরে তিনি আরো কিছুটা এগিয়ে গিয়ে নিজেই নিজের থুতনিতে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন।তবে, ঠিক কি কারণে এমন ঘটনা ঘটলো তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, আত্মঘাতী পুলিশ সদস্য ঘটনার শুরুতে এক মহিলা পুলিশ কর্মীকে উপ-হাইকমিশনের গলিতে খুঁজতে থাকেন। তাকে খুঁজে না পেয়ে  তিনি এসএলআর বন্দুক দিয়ে গুলি ছুড়তে শুরু করেন।তবে এ ঘটনায় কত রাউন্ড গুলি ওই পুলিশ সদস্য চালিয়েছে তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।জানা যায়, মৃত পুলিশ সদস্যের নাম চৌদুপ লেপচা। তিনি আগে স্পেশাল টাস্ক ফোর্সে (এসটিএফ) কর্মরত ছিলেন। পাঁচ দিন আগে কলকাতা পুলিশের পঞ্চম ব্যাটেলিয়নে বদলি হন।আর নিহত নারীর নাম রিমা সিং। তিনি হাওড়ার দাস নগরের বাসিন্দা ছিলেন।এদিকে ঘটনার পর কড়েয়া থানার পুলিশ কর্মকর্তাসহ কলকাতা পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও খবর

🔝