gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
করোনায় একদিনে শনাক্ত ৬৪ জন
প্রকাশ : শুক্রবার, ১০ জুন , ২০২২, ০৬:৪২:২৫ পিএম
ঢাকা অফিস:
1654865349.jpg
দেশে আরও বাড়লো করোনাভাইরাসে একদিনে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৬৪ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। আগেরদিন এ সংখ্যা ছিল ৫৯ জন। তবে এসময় ভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। শুক্রবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট পাঁচ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার এক দশমিক ৩৫ শতাংশ। আগেরদিন এ হার ছিল এক দশমিক ১৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৯৩৫ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৯ শতাংশ।সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১৪৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ পাঁচ হাজার ৬৫ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ।উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের শুক্রবার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ লাখ ২৮ হাজার ৫৩৪ জনের। সুস্থ হয়েছেন ৫১ কোটি ২০ লাখ ৬১ হাজার ২৬৬ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৩ কোটি ৯২ লাখ ৮৮ হাজার ১০৮ জন।

আরও খবর

🔝