gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
হজযাত্রী নিয়ে ফ্লাইনাসের প্রথম ফ্লাইট আজ
প্রকাশ : শুক্রবার, ১০ জুন , ২০২২, ০৪:৫৭:১৪ পিএম
ঢাকা অফিস:
1654858663.jpg
হজযাত্রী বহনের তৃতীয় ক্যারিয়ার হিসেবে ফ্লাইট শুরু করছে ফ্লাইনাস। শুক্রবার বিকেল ৩টায় ফ্লাইনাসের এক্সওয়াই- ৫০২৪ ফ্লাইটটি ঢাকা থেকে হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে উড়ে যাবে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, বিকেল ৩টায় ফ্লাইটটির শিডিউল করা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের যাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হলেও ফ্লাইনাসের যাত্রীরা এ সুযোগ পাচ্ছেন না। তাদের সৌদি আরবের হজ টার্মিনালে নেমে ইমিগ্রেশন সম্পন্ন করতে হবে।এদিকে, ফ্লাইনাসের এ ফ্লাইটে কতজন হজযাত্রী যাবেন বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত (কার্যদিবসের শেষ সময়) তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এদিন (বৃহস্পতিবার) রাত ৮টার মধ্যে ফ্লাইটের যাত্রী সংখ্যা জানানোর নির্দেশনা দেওয়া হয়।দীর্ঘ ১০ বছর ধরে বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স বাংলাদেশের হজযাত্রী বহন করে আসছে। চলতি বছরের মে মাসে বাংলাদেশের হজযাত্রী বহনের অনুমতি পায় সৌদি আরবভিত্তিক কম খরুচে এয়ারলাইন্স প্রতিষ্ঠান ফ্লাইনাস।বাংলাদেশ ও সৌদি আরবের হজচুক্তি অনুযায়ী সৌদি আরবের ফ্লাইনাস ৫০ শতাংশ হজযাত্রী বহন করতে পারবে।চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই সৌদি আরবে হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। মোট হজযাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান মোট ৬৫টি হজফ্লাইট পরিচালনা করবে এবং যাত্রীপ্রতি ভাড়া হবে এক লাখ ৪০ হাজার টাকা। যাদের বয়স ৬৫ বছরের নিচে শুধু তারাই এবার হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে সবাইকে অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে। এছাড়া যাওয়ার সময় কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। স্বাস্থ্যবিধিও মানতে হবে কঠোরভাবে।৫ জুন, রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথম হজফ্লাইট পরিচালনা করে।

আরও খবর

🔝