gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কৃষকের গরুকে আক্রমণ করার সময় মেছোবাঘ আটক
প্রকাশ : বুধবার, ৮ জুন , ২০২২, ০৩:৫৪:৪৮ পিএম
বরগুনা প্রতিনিধি:
1654682112.jpg
বরগুনার পাথরঘাটায় এক কৃষকের গোয়ালঘর থেকে একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) বিকেলে পাথরঘাটার কালমেঘা এলাকার কৃষক চান মিয়ার গোয়ালঘরে গরুকে আক্রমণ করার সময় এটিকে আটক করা হয়। পরে এটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।বুধবার (৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম।তিনি বলেন, চান মিয়া নামের একজনের গোয়ালঘর থেকে মেছোবাঘটি উদ্ধার করা হয় গতকাল বেলা ১১টার দিকে। এরপর এটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে চিকিৎসা দেওয়া হয়। খাবার ও চিকিৎসা শেষ আজ পাথরঘাটা হরিণঘাটা বনে অবমুক্ত করা হবে।স্থানীয়রা জানান, গতকাল মধ্যরাতে গোয়ালঘরে গরুর ছোটাছুটি টের পেয়ে গোয়ালঘরে যান চান মিয়া। তিনি দৌড়ে সেখানে গিয়ে দেখতে পান মেছোবাঘটি গরুর ওপর হামলে পড়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় বাঘটিকে বন্দী করা হয়।মেছোবাঘ ধরতে গিয়ে আহত হওয়া সাইফুল ইসলাম বলেন, দুই মাস ধরে এ বাঘটির তাড়নায় এলাকাবাসী অতিষ্ঠ ছিল। বাঘটি এলাকার মানুষের হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতরসহ গৃহপালিত নানা প্রাণী মেরে ফেলেছে। এর ভয়ে সবাই আতঙ্কিত ছিল। আজ মশারি দিয়ে অনেক কষ্টে ৭ ফুট লম্বা মেছোবাঘটিকে আটক করি। এ সময় আমিসহ চারজন বাঘটির আক্রমণে আহত হই।

আরও খবর

🔝