gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ভারতে উদ্ধার পর্যটক ফিরোজ পুলিশ হেফাজতে
প্রকাশ : বুধবার, ৮ জুন , ২০২২, ০২:৪৪:১৬ পিএম
পটুয়াখালী প্রতিনিধি: :
1654677888.jpg
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমে স্রোতের তোরে নিখোঁজ হওয়া পর্যটক ফিরোজ সিকদার (২৭) ভারতের চেন্নাইয়ে উদ্ধারের পরে বাংলাদেশে প্রবেশের পর তাঁকে স্থানীয় থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।জিডির সূত্রে ইমিগ্রেশন পুলিশের নির্দেশনায় মঙ্গলবার (৭ জুন) দুপুরে পরিবারের লোকজন ফিরোজকে মহিপুর থানায় নিয়ে এলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁকে হেফাজতে নেয়।এসময় ফিরোজের সঙ্গে তার ভাই মাসুদ ও মাসুম উপস্থিত ছিলেন।দেশে প্রবেশকালে ইমিগ্রেশন পুলিশের থেকে ফিরোজকে স্থানীয় থানায় রিপোর্ট করতে বলা হয়। থানায় গেলে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রেখেছে।জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।মঙ্গলবার দুপুরে ফিরোজ সিকদার গণমাধ্যমকে জানান, গত শুক্রবার (২৭ মে) বন্ধুদের সঙ্গে গোসলে নেমে তিনি জোয়ারে ভেসে যান। একপর্যায়ে একটি কলাগাছ ধরে ভাসতে ভাসতে ভারতীয় জেলেদের হাতে পড়েন, জেলেরা তাঁকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করলে তাঁরা তাকে বাংলাদেশে পাঠিয়ে দেন বলে জানান তিনি।তবে স্থানীয় জেলেদের মতে কলাগাছে ভেসে এত দ্রুত সময়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতীয় সীমানায় পৌঁছে যাওয়া সম্ভব নয়। টানা ২৪ ঘণ্টা বঙ্গোপসাগরের নোনাজলে ভেসে থাকলে শরীরের মধ্যে যে পরিবর্তন আসার কথা, সেরকমও কোনো পরিবর্তন আসেনি ফিরোজের।এর আগে ফিরোজের ভাই মাসুদ একাধিক গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছিলেন এবং ফিরোজের বক্তব্য সম্পূর্ণ সাংঘর্ষিক। এছাড়াও ফিরোজ একেক সময় একেক ধরনের কথা বলছেন। তবে পুলিশি জিজ্ঞাসাবাদ এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচিত হবে বলে প্রত্যাশা করেন স্থানীয়রা।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, তাদের পারিবারিক জায়গা জমি নিয়ে একটা সালিশ বৈঠকে বসার কথা ছিল। এটাকে ঘুরানোর জন্য এরকম নাটকীয়তার আশ্রয় নিতে পারে।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গতকাল দুপুর ২টা ৪৫ মিনিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ইন্সপেক্টর আমাকে ফোন করে নিখোঁজ ফিরোজের জিডি সম্পর্কে জানতে চান, আমি ঘটনা তাঁকে খুলে বলি এবং পরবর্তীতে বেনাপোল পোর্ট থানার মাধ্যমে ফিরোজকে তার পরিবার আমার কাছে নিয়ে আসে। আজকে তার বর্ণনায় কিছুটা গোলমাল মনে হচ্ছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।জানা যায়, গত শুক্রবার (২৭ মে) কুয়াকাটা সৈকতে ঘুরতে এসে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হন ফিরোজ সিকদার নামে এই পর্যটক। ফিরোজ পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মৃত মিলন সিকদারের ছেলে। 

আরও খবর

🔝