gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
সন্ধান মিলবে কি ফায়ার ফাইটার রবিউলের লাশের ?
প্রকাশ : মঙ্গলবার, ৭ জুন , ২০২২, ০৭:৪০:২৭ পিএম
নওগাঁ জেলা প্রতিনিধি::
1654609267.jpg
চট্টগ্রামের সীতাকুন্ডে কনন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে নিখোঁজ নওগাঁর রবিউল ইসলাম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। ছোট বোন রিমঝিমের করুন আকুতি মায়ের কাছে, “মা ভাইয়া ফোন ধরছেনা কেন ? আমার ভাইয়া কি আর বেঁচে নেই” রিমঝিমের এমন প্রশ্নের উত্তর তার মায়ের কাছে নেই, নেই কারো কাছেই। কেমন করে থাকবে! মাত্র দুই বছর আগে ২০১৯ সালের নভেম্বর মাসে দেশ সেবার ব্রত নিয়ে দেশের মানুষকে আগুন থেকে বাঁচানোর শপথ নিয়েছিলেন। যোগদিয়েছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার হিসেবে। সীতাকুন্ডের কনন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডের আগুন নিভাতে গিয়ে রবিউল নিজেই অগ্নিদগ্ধ। খোঁজ মিলছেনা তার। রবিউলকে সনাক্ত করতে ডিএনএ টেষ্ট করা হচ্ছে। বলা হচ্ছে তবেই খোঁজ মিলবে রবিউলের লাশের। নওগাঁ পৌরসভার বালু ডাঙা বাসস্ট্যান্ডের চকপাথুরিয়া এলাকার খাদেমুল ইসলামের বাড়িতে এখন শোকের মাতম। মাত্র কদিন আগেই যে পরিবারে ছিল খুশির আমেজ। সে খুশি আজ নেই। তিন সন্তান নিয়ে ৫ জনের সংসারে এখন শুধুই হাহাকার। রবিউলের নিখোঁজের খবরে আসেপাশের লোকজন ও ভির জমাচ্ছেন রবিউলের বাড়িতে। সকলের চাওয়া রবিউলের মৃতদেহ দ্রুত সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হোক। রবিউলের মা বলেন, রবিউলের চাকরির সুবাদে সংসারের অভাব দুর হয়েছিলো, এসেছিল স্বচ্ছলতা। আজ আমার বাবা নেই। শেষবারের মতো বাবার মুখটা আমাকে একবার দেখাও। আমি আমার বাবারে দেখবো।ছেলের সাথে মায়ের শেষ কথা হয়েছিলো ঘটনার দিন ভোড়ে। বলেছিল “মা আমার জন্য দোয়া কইরো, আমি অনেক বড় একটা কাজে যাচ্ছি ফিরে এসে পরে কথা বলবো।” ছেলের নিখোঁজ সংবাদে বার বার মূর্ছা যাচ্ছে তার মা। জেনেছেন তার ছেলে আর ফিরবেনা। কথা বলবেনা আর তার মায়ের সাথে। রবিউলের মায়ের এখন একটায় চাওয়া ছেলের মুখটা শেষ বারের মতো দেখার। তবে সকলের মনে একটায় প্রশ্ন খোঁজ মিলবে কি রবিউলের লাশের ? রবিউলের মায়ের কান্নাভরা আকুতি কি মিটবে ! বলতে পারেনা কেউ।উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন রবিউলের পরিবারের খোঁজ খবর নিতে এসে বলেন, নওগাঁর এ বীর যোদ্ধার পরিবারের সার্বক্ষণিক খোঁজ খবর আমরা রাখছি। তার পরিবারের ক্ষতি আমরা হয়তো পুরন করতে পারবোনা তবে স্থানীয়ভাবে যথাসম্ভব সহযোগিতার আমরা চেষ্টা করছি। সরকারের নির্দশনা অনুযায়ী পরবর্তিতে যে আর্থিক সহযোগিতা আসবে তা আমরা পরিবারের কাছে পৌঁছে দিবো।দেশের কাজে এমন বীরত্বের সাথে ঝাপিয়ে পড়া গর্বের। রবিউল তার এমন বীরত্বে গর্বিত করেছে নওগাঁসহ সারাদেশকে। রবিউলের এমন বীরত্বের কথা সারাজীবন স্মরণ করবে নওগাঁবাসীসহ দেশবাসী।  

আরও খবর

🔝