gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাগমারায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি
প্রকাশ : সোমবার, ৬ জুন , ২০২২, ০৭:৪২:৩৩ পিএম
রাজশাহী ব্যুরো ::
1654522976.jpg
রাজশাহীর বাগমারায় রোববার সকালে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন, সাবেক সচিব, মুহিবুল হোসাইন। প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান, সহকারী কমিশনার (ভূমি), মাহমাদুল হাসান, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, মচমইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাস রানা, বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বিএসসি, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল, সম্পাদক হেলাল উদ্দিন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে বিকেলে উপজেলা পরিষদ মিলানায়তনে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ নিয়ে জনঅবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে তথ্য অধিকার আইনে নাগরিকদের অধিকার সম্পর্কে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। 

আরও খবর

🔝