gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
লালপুরে শহীদ মমতাজ উদ্দিনের ১৯তম শাহাদৎ বার্ষিকী পালিত
প্রকাশ : সোমবার, ৬ জুন , ২০২২, ০৭:১৫:৪৫ পিএম
নাটোর প্রতিনিধি :
1654521368.jpg
নাটোরের লালপুরে জনপ্রিয় আ.লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ শহীদ মমতাজ উদ্দিনের ১৯ তম শাহাদাৎ বার্র্ষিকী পালন করেছে আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৬জুন) সকালে উপজেলা আ.লীগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধ শহীদ মমতাজ উদ্দিনের স্মরণ সৌধে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসাহাক আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধ শহীদ মমতাজ উদ্দিনের স্মৃতি চারণ করেন তার ছোট ভাই সাবেক সংসদ সদস্য ও সাবেক নাটোর জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ।এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আ.লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মোর্ত্তুজা বাবু, জেলা আ.লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন, গোপালপুর পৌর আ.লীগের সভাপতি ও পৌর মেয়র রোকসানা মোর্ত্তুজা লিলি, উপজেলা মহিলা আ. লীগের সভাপতির পারভীন আক্তার বানু প্রমূখ।অপরদিকে লালপুর উপজেলা আ.লীগ, গোপালপুর পৌর আ.লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে আ.লীগের একাংশের নেতাকর্মীদের নিয়ে বীর মুক্তিযোদ্ধ শহীদ মমতাজ উদ্দিনের কবর জিয়ারত, বীর মুক্তিযোদ্ধ শহীদ মমতাজ উদ্দিনের স্মরণ সৌধে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে  নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহমেদ সাগর, উপজেলা আ.লীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সম্পাদক গোলাম কাওসার, আ.স.ম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, উপজেলা আ. লীগের সদস্য ফিরোজ আল হক ভূঁইয়াপ্রমুখ।উল্লেখ্য, ২০০৩ সালের ৬ জুন রাত ১০টার দিকে দলীয় কাজ সেরে সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিন গোপালপুর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি আব্দুলপুরের মিল্কিপাড়া গ্রামে ফেরার পথে গোপালপুর-সালামপুর সড়কের দাঁইড়পাড়া-নেঙ্গপাড়া স্থানে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল থামিয়ে মমতাজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুস্কৃতিকারীরা।’

আরও খবর

🔝