gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মণিরামপুরের আব্দুল কাদেরের স্বজনদের বাড়িতে দফায় দফায় হামলার অভিযোগ
প্রকাশ : শনিবার, ৪ জুন , ২০২২, ০৯:৫০:৩৩ পিএম
কাগজ সংবাদ:
1654358176.jpg
মণিরামপুরে একটি মামলার বাদীপক্ষ আসামিদের আত্মীয়স্বজনের প্রাণনাশের হুমকি প্রদান করায় এবং ঘরবাড়িসহ ফসলের ক্ষয়ক্ষতির প্রতিবাদে শনিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন ভরতপুর গ্রামের আব্দুল কাদের। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভগ্নিপতি নাফিস ইকবাল। তিনি বলেন, মামলা করার পর বাদীপক্ষের আসাদুজ্জামান, নুরুজ্জামান, আশিকুর রহমান ও আব্দুর রউফ তাদেরকে নানাভাবে হয়রানি করছেন। ১৩ মে মেশিনসহ সেচ মোটরসহ জমির ফসল কেটে নিয়ে যায়। ওই সময় দিনমজুররা ধান কাটতে গেলে তাদের হত্যার হুমকি দেয়। আব্দুল কাদেরের চাচা হোসেন আলী মোড়লের বাসায় হামলা চালায়। সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধা দিচ্ছে। নাফিস ইকবাল বলেন, আব্দুল কাদেরের পরিবার ওই জমির ওপর নির্ভরশীল ও কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট। কিন্তু সেই জমিতে যেতে পারছেন না। গত ২১ মে হোসেন আলী মোড়লের বাড়িতে পুনরায় হামলা ও ভাংচুর চালানো হয়। ওই সময় মোট এগারো লাখ তেরো হাজার পাঁচশ’ ৫০ টাকার জিনিসপত্র লুটপাট চালায় ও ক্ষয়ক্ষতি করে বলে দাবি করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল কাদেরের স্ত্রী শিউলী খাতুন, চাচা হোসেন আলী মোড়ল প্রমুখ।       

আরও খবর

🔝