gramerkagoj
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ৩১ জন
প্রকাশ : শনিবার, ৪ জুন , ২০২২, ০৭:২৭:১১ পিএম
ঢাকা অফিস:
1654349416.jpg
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ৩১ জন। আগেরদিন এ সংখ্যা ছিল ২৯ জন। শনিবার (৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট চার হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ০ দশমিক ৭৫ শতাংশ। আগেরদিন এ হার ছিল ০ দশমিক ৬০ শতাংশ। দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৬২৩ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮১ শতাংশ।সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১৭১ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ তিন হাজার ৭৫১ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ।উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের বৃহস্পতিবার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১৯ হাজার ৩০৮ জনের। সুস্থ হয়েছেন ৫০ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৭৪২ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৩ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার ৬৯৪ জন।

আরও খবর

🔝