gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বেশিরভাগ মানবপাচার মামলায় খালাস পাচ্ছে আসামিরা
প্রকাশ : শনিবার, ৪ জুন , ২০২২, ০৫:৫৫:৫২ পিএম
ঢাকা অফিস:
1654343793.jpg
মানবপাচার আইনে দায়ের মামলা আদালতে টিকছে না। অথচ আইনে এটি জামিন অযোগ্য অপরাধ, আপসযোগ্যও নয়। কিন্তু আপস-মীমাংসাসহ তথ্য-প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যাচ্ছে আসামিরা। এদিকে ৭ বছরে মামলা ৭ হাজার ১৭৯টি আর নিষ্পত্তি হয়েছে মাত্র ৮১২টির।জীবনে আর্থিক সাচ্ছন্দ ফেরাতে কাজের জন্য বিদেশে পাড়ি জমান অনেকে। তাদের কেউ কেউ ভুল মানুষের হাতে পড়ে সর্বস্ব হারিয়ে হয়ে যান পুরোপুরি নিঃশ্ব। তবে পাচরের শিকার হয়ে দেশে ফিরে মামলা করেও অবস্থার কোনো পরিবর্তন হয় না।অথচ মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে ৯০ দিনে অভিযোগ গঠন এবং ১৮০ দিনে বিচার শেষ হওয়ার বিধান রয়েছে। তবে মামলা ঝুলে থাকছে বছরের পর বছর।পুলিশের তথ্য বলছে, ২০০৪ থেকে ২১ সাল পর্যন্ত দেশে মানবপাচারের মামলা ৭ হাজার ১৭৯টি। ভুক্তভোগীর সংখ্যা ১২ হাজার ৮০৭ জন। এর মধ্যে উদ্ধার করা হয়েছে ১০ হাজার ৮৮ জনকে।পাচারে জড়িত এখন ২৯ হাজার ৫৩০ জনকে করা হয়েছে শনাক্ত। বিপরীতে গ্রেপ্তার হয়েছে ১৩ হাজার ৫৬২ জন। আর ২০২১ পর্যন্ত নিষ্পত্তি করা হয়েছে মাত্র ৮১২টি মামলা।রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, দুর্বল তথ্য-প্রমাণে আইনি লড়াই চালাতে গিয়ে বেশিরভাগ মামলার আসামিই ছাড়া পেয়ে যাচ্ছে। সাক্ষীর অভাবে আটকে বিচার। কিছুক্ষেত্রে হয়ে যায় আপোসরফা। অনেক সময় সময় মতো আসেন না বাদীও।বিশেষজ্ঞরা বলছেন, ছাড়া পাওয়া আসামিরা আবারো মানবপাচারে যুক্ত হচ্ছে। তাই বিচার নিশ্চিতে ট্রাইব্যুনালকে আরো শক্তিশালী করতে হবে।মানবপাচারের নেপথ্যে দেশের বাইরেও কাজ করছে ভারত, মালয়েশিয়া, মিয়ানমার ও মধ্যপ্রাচ্যের কিছু দেশের মানুষ।

আরও খবর

🔝