gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড
প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুন , ২০২২, ০৮:৪৫:৪৬ পিএম
আব্দুল কাদের, নড়াইল অফিস:
1654181184.jpg
নড়াইলে দুই নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেরামত আলী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন যশোর বেনাপোল পোর্ট থানার ভবেরপাড় গ্রামের আলীর স্ত্রী নাসিমা খাতুন এবং আজগর আলীর স্ত্রী ববিতা খাতুন। ববিতা খাতুন পলাতক রয়েছেন। যাবজ্জীবন ছাড়াও তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা আনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মামলার বিবরণে জানা গেছে, নাসিমা ও ববিতা ২০১৩ সালের ৩১ জানুয়ারি কালিয়া উপজেলার পিরোলী হাজেল আহম্মেদ সড়কে ফকরুল শেখের বাড়ির পাশ থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ কালিয়া থানা পুলিশের হাতে আটক হন। এ ঘটনায় কালিয়া থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় তদন্ত শেষে ওই বছরের ২৯ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপ্রত্র জমা দেয়। মামলা চলাকালে জামিন লাভের পর আসামি ববিতা পালিয়ে যান। এ অবস্থায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট সাতজন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন আদালত। রায় ঘোষণাকালে আসামি নাসিমা আদালতে।

আরও খবর

🔝