gramerkagoj
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মিয়ানমারে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ
প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুন , ২০২২, ১০:৩৭:৪৭ এ এম
আন্তর্জাতিক ডেস্ক::
1654144691.jpg
মিয়ানমারে গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সহিংসতার মুখে অন্তত সাত লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর অভ্যুত্থানের আগে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কমপক্ষে ৩ লাখ ৬ হাজার। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়ের কার্যালয় (ইউএনওসিএইচএ) মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে।সংস্থাটি বলছে, অভ্যুত্থান-পরবর্তী সহিংসতায় মিয়ানমারে প্রথমবারের মতো বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখের বেশিতে ঠেকেছে। বর্ষা মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশটিতে যুদ্ধের প্রকোপ বাড়ছে বলেও সতর্ক করেছে জাতিসংঘ।ইউএনওসিএইচএ বলছে, বেসামরিক মিলিশিয়ারা সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে তাদের দমাতে আক্রমণাত্মক হয়ে উঠছে সেনারা। গ্রাম ধ্বংস ও বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী।থাইল্যান্ড ও চীন সীমান্তে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাত আর ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা সম্প্রদায়ের লোকজনের ওপর নৃশংস দমন-পীড়নের সময় এসব মানুষকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। সেনা অভিযানের মুখে ২০১৭ সালে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখের বেশি রোহিঙ্গা।জাতিসংঘের এ সংস্থাটি আরও জানিয়েছে, অভ্যুত্থানের পর থেকে ১২ হাজারের বেশি বেসামরিক সম্পত্তি পুড়িয়ে ফেলা হয়েছে বা ধ্বংস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্ষার মৌসুম হওয়ায় আশ্রয় শিবিরে অবস্থান নেয়াদের জন্য আরও দুর্দশা অপেক্ষা করছে।জাতিসংঘ বলেছে, সাগাইং ও প্রতিবেশী ম্যাগওয়ে মোবাইল ডাটা পরিষেবাগুলো কেটে দেয়া হয়েছে। এসব অঞ্চলে চাল, ওষুধ এবং জ্বালানি পরিবহনকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।সংকট নিরসনে অচল কূটনৈতিক প্রচেষ্টাঅ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশীয় নেশনস গত বছর একটি ‘ঐকমত্য’ গঠনের চেষ্টা করেছিল। তারা সামরিক বাহিনীর এবং বিরোধীদের মধ্যে সংলাপ সহজতর করার উদ্যোগ নিয়েছিল। তবে সামরিক সরকার মূলত এসব উপেক্ষা করেছে।মার্চে সামরিক সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বলেছিলেন, সামরিক বাহিনী তার বিরোধীদের ‘শেষ পর্যন্ত নিশ্চিহ্ন’ করবে।একটি স্থানীয় পর্যবেক্ষণ সংস্থার হিসাবে, অভ্যুত্থানের পর থেকে ভিন্নমতের বিরুদ্ধে সামরিক বাহিনীর দমন অভিযানে ১ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, গ্রেপ্তার করা হয়েছে অন্তত ১৩ হাজার মানুষকে। যাদের মধ্যে শতাধিক সাংবাদিকও আছেন।মিয়ানমারের সাবেক নেতা অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির ১১টি মামলা চলছে। প্রায় ৬ লাখ ডলারের স্বর্ণ ও নগদ অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে সু চির বিরুদ্ধে। গত শুক্রবার এর একটির রায়ে সু চিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত।

আরও খবর

🔝