gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দুই যানের অসুস্থ প্রতিযোগিতায় ঝরল দুই প্রাণ, আহত ১৫
প্রকাশ : বুধবার, ১ জুন , ২০২২, ১০:০৩:৪১ পিএম
সাব্বির খান ডালিম, ডুমুরিয়া :
1654099648.jpg
দুই যানের প্রতিযোগিতায় প্রাণ গেলো দুইজনের। বাস উল্টে আহত হয়েছেন ১৫ জন যাত্রী। বুধবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে খুলনার ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা সড়কের গুটুদিয়া মাঝের ভেঁড়ি নামক স্থানে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে খুলনা-সাতক্ষীরা সড়কের কৈয়া ব্রিজ পার হয়ে একটি যাত্রীবাহী বাস এবং একটি মালবাহী ট্রাক একযোগে ডুমুরিয়া অভিমুখে আসছিল। যান দুটির মধ্যে ছিল আগে ওঠার প্রতিযোগিতা। প্রায় ছয় কিলোমিটার ধরে চলে এ প্রতিযোগিতা। এরপর গুটুদিয়া মোড় পেরিয়ে ফিসফুড মিলের সামনে এসে বাসটি আরেক বার ওই ট্রাকটিকে অতিক্রমের চেষ্টা করে। তখন ট্রাকের চালক অতিক্রমের সুযোগ না দিয়ে উল্টো বাসটিকে চাপ দিলে বাসটি সম্পূর্ণ রাস্তার ডানপাশে চলে যায়। এসময় ডানপাশ দিয়ে গুটুদিয়ার দিকে ফিরে যাওয়া একটি ব্যাটারিচালিত ইঞ্জিন ভ্যান ও একটি মোটরবাইক বাসের নীচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। সাথে সাথে বেপরোয়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনায় মোটরবাইক চালক আলী ওসমান (৩২) ও ভ্যানের যাত্রী আব্দুল খালেক গাজী (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। মৃত ওসমান আলী পাটকেলঘাটা থানার খলিশখালী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং তিনি একটি মেডিসিন কোম্পানিতে কর্মরত ছিলেন। নিহত অপরজন আব্দুল খালেক গাজী ডুমুরিয়া উপজেলা সদরের গোলনা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন এবং অন্যান্যরা বিভিন্ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ভর্তি আছেন।খর্ণিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে নেয়া হয়।ডুমুরিয়া থানার ওসি সেখ কনি মিয়া জানান, যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরবাইক চালক মৃত ওসমান আলী ও ভ্যানের যাত্রী খালেক গাজীর সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।  ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ সুফিয়ান রুস্তম জানান, দুর্ঘটনায় দুইটি মরদেহ হাসপাতালে আনা হয়েছিল। আহতদের মধ্যে ১৫/১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া, গুরুতর অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে পাঁচজনকে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন দুইজন।

আরও খবর

🔝