gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
বিড়ালকে লাথি-চড়, শাস্তি ১৮০ ঘণ্টার কমিউনিটি সেবা
প্রকাশ : বুধবার, ১ জুন , ২০২২, ০৭:১৬:০৪ পিএম
ক্রীড়া ডেস্ক :
1654089386.jpg
পশু-পাখির ওপর অমানবিক আচরণ বেশ শাস্তিযোগ্য অপরাধ ইউরোপের বিভিন্ন দেশে। তেমন এক অপরাধে শাস্তি পেলেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ডিফেন্ডার কার্ট জুমা।নিজের বিড়ালকে লাথি ও থাপ্পড় মারার দোষ স্বীকার করেছেন তিনি। শাস্তি হিসেবে আদালত তাকে ১৮০ ঘণ্টা কমিউনিটি সার্ভিস বা সেবা দেওয়ার আদেশ দিয়েছেন। সেই সঙ্গে পাঁচ বছর কোনো বিড়ালও পুষতে পারবেন না ২৭ বছর বয়সী তারকা।লন্ডনের টেমস ম্যাজিস্ট্রেট কোর্ট শুনানিতে এই শাস্তি দেন জুমাকে। ফরাসি ডিফেন্ডারের বিরুদ্ধে অ্যানিমেল ওয়েলফেয়ারের দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে।জুমার ভাই ইয়োনকেও একই অপরাধে শাস্তি দেওয়া হয়েছে। আদালতের ১৫ মিনিটের শুনানিতে জানান, ডেগেনহাম অ্যান্ড রেডব্রিজ ডিফেন্ডারকে ১৪০ কমিউনিটি সেবা দিতে হবে।

আরও খবর

🔝