gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে রোগীর প্রেসক্রিপশনে লাগানো হবে ধূমপান পরিহারের সিল
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মে , ২০২২, ০৯:৫৫:২৩ পিএম
কাগজ সংবাদ:
1654013129.jpg
প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লাখ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত হয় তামাক। বর্তমানে বাংলাদেশে ৩৫.৩ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী তামাক ব্যবহার করছে। তামাকজনিত রোগে প্রতি বছর ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ মারা যায়। বাংলাদেশে চার কোটিরও অধিক প্রাপ্তবয়স্ক মানুষ অফিস, বাড়ি কিংবা খোলা জায়গায় পরোক্ষ ধূমপানের শিকার, যা স্বাস্থ্যখাতে রোগীর বাড়তি চাপের সৃষ্টি করছে। নাগরিক এ সমস্যার সমাধানে যশোরে পাবলিক প্লেসে ধূমপান বন্ধে গ্রহণ করা হয়েছে সচেতনতামূলক কার্যক্রম। ধূপমান বিরোধী প্রচারণা চালানো হবে জেলা প্রশাসনের উদ্যোগে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা। সেই সাথে ধূমপান পরিহারে এর ক্ষতিকর বিষয়ক স্লোগান সংবলিত সিল সরবরাহ করা হবে যশোরের সব চিকিৎসকদের। সব রোগীর প্রেসক্রিপশনে লাগানো হবে ধূপমান বিরোধী বিশেষ এই সিল। বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপনে এসব সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন।‘তামাকমুক্ত পরিবেশ; সুস্বাস্থ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্যে যশোরে উদযাপিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। জেলা প্রশাসনের আয়োজনে সকাল দশটায় কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান, সদর উপজেলা সমাজেসেবা অফিসার আশরাফুল আলম, বীরমুক্তিযোদ্ধা সালেহা বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছির ও জেলা এনজিও সমন্বয়কারী শাহজান নান্নু। আগামী প্রজন্মের মধ্যে ধূপমান বিরোধী মনোভাব গড়ে তুলতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সভায় অংশ নেয়।

আরও খবর

🔝