gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ব্রাদার টিটোস হোমে ইএআর প্রোগ্রাম উদ্বোধন
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মে , ২০২২, ০৯:৫৪:৪২ পিএম
কাগজ সংবাদ:
1654012515.jpg
ব্রাদার টিটো’স হোম যশোরের উদ্যোগে ইভ্যালুয়েট এইম রিপিট (ইএআর) প্রোগ্রাম’র উদ্বোধন হয়েছে। মঙ্গলবার যশোর জিলা স্কুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ও স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিতে ব্যবহারিক দক্ষতা যাচাই ও মূল্যায়নের লক্ষ্যে ইভ্যালুয়েট এইম রিপিট (ইএআর) কার্যক্রমটি চালু হয়েছে। ব্রাদার টিটো’স হোমের ইংরেজি ভাষা গবেষণা প্রকল্প রিসার্চ ইন স্টুডেন্টস‘ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল’র (আরআইএসইএলএস) আওতায় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালিত হবে। উদ্বোধনী দিনে জিলা স্কুলের অষ্টম শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী ইভ্যালুয়েট-এইম-রিপিট (ইএআর) কার্যক্রমে অংশ নেয়। এতে ৪০ মিনিটের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর মূল্যায়ন, বিশ্লেষণ ও ইংরেজি ভাষা শেখায় করণীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। সেশন পরিচালনা করেন ইভ্যালুয়েট-এইম-রিপিট (ইএআর) প্রোগ্রাম’র প্রধান সমন্বয়ক ব্রাদার টিটো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুন্নাহার, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির যশোর জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম খান, যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক উত্তম কুমার মন্ডল, সহকারী শিক্ষক উদয় প্রকাশ কুন্ডু, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ, ব্রাদার টিটো’স হোম স্কুলের শিক্ষক ওয়াহিদা টিনা, জোহরা আহাদ, ফারহা মল্লিক, শারিকা নওশিন প্রমুখ।  

আরও খবর

🔝