gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
আবেগ আর কলকাকলিতে প্রাণচঞ্চল হয়ে ওঠে বিতর্ক প্রতিযোগিতা
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মে , ২০২২, ০৯:৩৮:০২ পিএম
কাগজ সংবাদ :
1654011526.jpg
মঙ্গলবার সকাল থেকে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলোজি পার্কের এমটিবি ভবনের দ্বিতীয়তলায় ছিল বিশেষ আবহ। যা সৃষ্টি হয় মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশ আয়োজিত বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা ঘিরে।  দূর দূরান্ত থেকে আসা বিতর্ক যোদ্ধা ও বোদ্ধাদের নতুন আশা আর আবেগের গাঁথুনি এবং কলকাকলিতে প্রাণচঞ্চল হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। দর্শকের মুহূর্মুহূ করতালির বিপরীতে যুক্তির লড়াইয়ে ছিলো যুক্তির আলোয় পথচলার দীক্ষা। বিতর্ক চর্চায় শিক্ষার্থীদের দক্ষতা ও মান উন্নয়নের লক্ষ্যে জেলার সকল উপজেলায় নির্বাচিত বিভিন্ন স্কুল কলেজে বিশেষ ক্যাম্পেইন শেষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চূড়ান্ত আয়োজনে জেলার ৩০টির অধিক স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। তিনটি বিভাগে বিভক্ত প্রতিযোগীদের জন্য ছিল কুইজ এবং একক বিতর্কে অংশগ্রহণের সুযোগ। আলাদা আলাদা ভেন্যুতে চলে এ প্রতিযোগিতা। প্রতিযোগিতার পাশাপাশি মূল অনুষ্ঠান মঞ্চে এমএমডিএফ বিডির বিতার্কিকদের অংশগ্রহণে পেশাজীবী এবং আঞ্চলিক বিতর্ক অনুষ্ঠিত হয়। পরে সমাপনী আলোচনা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এমএমডিএফ বিডির উপদেষ্টা ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্বে সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপশহর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহিন ইকবাল, এমইউ সি ফুডস লিমিটেডের পরিচালক শ্যামল দাস, ইন্টারন্যাশনাল বিজনেস কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার মাহমুদুল হাসান, দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম বার্তা সম্পাদক প্রণব দাস, থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন ও এমএমডিএফের প্রতিষ্ঠাতা জহির ইকবাল। স্বাগত বক্তৃতা করেন এমএমডিএফ বিডির চেয়ারম্যান বায়জিদ মাহামুদ অভি। অতিথিরা বলেন, নিজের উন্নয়নে, জাতির উন্নয়নে যুক্তির চর্চা জরুরি। বিতর্ক যুক্তিশীল আদর্শ মানুষ হতে অনুপ্রেরণা যোগায়। তাই এ চর্চার বিকাশে সকলকে যত্মশীল হতে হবে।

আরও খবর

🔝