gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ধান-চালের মজুত ঠেকাতে মাঠে নামছে মন্ত্রণালয়ের ৮টি দল
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মে , ২০২২, ০৭:২২:০২ পিএম
ঢাকা অফিস:
1654003355.jpg
ধান-চালের অবৈধ মজুত ঠেকাতে মঙ্গলবার থেকে মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়ের আটটি দল (টিম)।কেউ অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি টিমের সদস্যরা অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও কাজ করবেন।খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।এর আগের দিন সোমবার মন্ত্রিসভার বৈঠক থেকে ভরা মৌসুমেও চালের দাম এত বেশি কেন, তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে অনুমোদন ছাড়াই যেসব ব্যবসাপ্রতিষ্ঠান চালের ব্যবসা করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং চালের অবৈধ মজুত ঠেকাতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার বৈঠকে।এর এক দিন পরই খাদ্য মন্ত্রণালয় জানাল, আজ থেকেই মাঠে নামছে আটটি দল। অবৈধ মজুতদারি প্রতিরোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আধা সরকারি পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকেও এ বিষয়ে পত্র দেওয়া হবে।এ ছাড়া শিগগিরই কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত সভা আয়োজন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।এদিকে এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষও খোলা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষে অবৈধ মজুতের তথ্য জানাতে +৮৮০২২২৩৩৮০২১১৩,০১৭৯০৪৯৯৯৪২ ও ০১৭১৩০০৩৫০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে খাদ্য মন্ত্রণালয়।

আরও খবর

🔝