gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খানসামায় মমতাজ ক্লিনিক বন্ধ ও ৪ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মে , ২০২২, ০৭:০২:২৯ পিএম
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: :
1654002191.jpg
স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে অভিযান পরিচালনা করে মমতাজ ক্লিনিক সাময়িক বন্ধ এবং মমতাজসহ চার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৩১ মে) দুপুরে উপজেলার পাকেরহাটে অবস্থিত এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুলের নেতৃত্বে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডা.রিজওয়ানুল কবির, মেডিকেল অফিসার মোস্তাসিম তাহমিদ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও থানা পুলিশ সদস্যগণ। পাকেরহাট মমতাজ ক্লিনিক অনিবন্ধিত ও অব্যবস্থাপনায় পরিচালনা করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও লাইসেন্স না করা পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা, সেফ ওরাল ডেন্টাল কেয়ারে লাইসেন্স নবায়ন ও যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ব্যবস্থা না থাকায় ২ হাজার টাকা জরিমানা, মা ডায়াগনস্টিক সেন্টারে নিবন্ধনের কাগজপত্রে ত্রুটি ও টেকনোলজিস্ট এর কাগজ দেখাতে না পারায় ৪ হাজার টাকা জরিমানা এবং লাইফ কেয়ার ক্লিনিকের  এর কাগজপত্রে ত্রুটি এবং বর্জ্য ব্যবস্থাপনায় সমস্যা থাকায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, নানা অনিয়ম পাওয়ায় মমতাজ ক্লিনিক অনির্দিষ্টিকালের জন্য বন্ধসহ জরিমানা ও ক্লিনিক ও ডায়াগনস্টিকদের জরিমানা করে সতর্ক করা হয়েছে। একই সাথে তাদের রেজিষ্ট্রেশন নবায়ন ও অন্যান্য কাগজপত্রের ত্রুটি থাকায় তা নবায়ন করার জন্য একমাসের সময় দেয়া হয়েছে। সময়ের মধ্যে নবায়ন না করলে এগুলো বন্ধ করে দেয়া হবে।  

আরও খবর

🔝