gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
উইন্ডিজ সফরের পুরোটাতেই থাকছেন সাকিব
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মে , ২০২২, ০৩:৩২:৫৪ পিএম
ক্রীড়া ডেস্ক :
1653989595.jpg
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে পুরোটা সময় বা তিন ফরম্যাটের সিরিজেই সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা তা নিয়ে গেলো কয়েকদিন ধরে জোর গুঞ্জন ডালপালা মেলেছিলো দেশের ক্রীড়াঙ্গনে। পুরো সফরে সাকিবকে পাওয়া যাবে না বা ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়েছেন তিনি, এমন অনেক গুঞ্জনই শোনা গেছে গত কয়েকদিন ধরে।তবে এবার সেসব গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যারিবিয়দের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজেই সাকিব থাকছেন বলে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনূস।বিসিবির এই পরিচালক বলেন, ‘আপনারা কোথায় এই সংবাদ (সাকিবের না থাকা) পেয়েছেন আমি জানি না। সে (সাকিব) জানিয়েছে সে থাকছে। সে বলেছে সে অবশ্যই আছে। টি-টোয়েন্টিতেও খেলবে। ওয়ানডেও খেলবে। সে জন্যেই তার নাম লেখা হয়েছে। এটা তো আপনারাও প্রশ্ন করেছেন তাকে। সে খেলতে চেয়েছে। পরেরটা পরে দেখা যাবে।’এই বছরের শুরুতে সাকিব জানিয়েছিলো, নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করতে তিন ফরম্যাটে একসাথে খেলতে চান না তিনি। পরিস্থিতি অনুযায়ী বাছাই করে খেলা চালিয়ে যেতে চান। তার এমন কথার পর দেশের ক্রিকেটাঙ্গনে প্রচুর সমালোচনার ঝড়ও ওঠে।পরে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ খেলে টেস্টের আগে জরুরী পারিবারিক প্রয়োজনে দেশে ফিরে আসেন সাকিব। আবার সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজের আগেও কোভিড পজিটিভ হয়ে না খেলার সম্ভাবনা জেগেছিলো, পরে অবশ্য কোভিড নেগেটিভ হয়ে সিরিজের দুই টেস্টেই খেলেছেন তিনি, করেছেন ভালো পারফরম্যান্সও। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিন ফরম্যাটের সিরিজের জন্যই বিসিবি ঘোষিত স্কোয়াডে অন্তর্ভুক্ত আছেন সাকিব।

আরও খবর

🔝