gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
পদ্মার এক বাগাইড় ৩১ হাজারে বিক্রি
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মে , ২০২২, ০২:২১:৩০ পিএম
রাজবাড়ী প্রতিনিধি :
1653985328.jpg
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি বাগাইড় মাছ।মঙ্গলবার (৩১ মে) ভোরে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটের অদূরে জেলে অসেল হালদারের জালে মাছটি ধরা পড়ে।জানা গেছে, দৌলতদিয়ার পদ্মা নদীর ৭ নং ফেরিঘাটের অদূরে প্রতিদিনের মতো জেলে অসেল হালদার ও তার সহযোগীরা মাছ ধরতে যায়। ভোরে জাল তুলতেই দেখতে পায় বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। পরে সকাল ৭টার দিকে মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়া ৬ নং ফেরিঘাটে নিয়ে আসে। আনোয়ার খার কাছ থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে চাঁদনি-আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা ১২০০ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় সাইজের বাগাইড় মাছের অনেক চাহিদা। সকালে ঘাটে এসে যখন জানতে পারি অসেল হালদারের জালে ২৬ কেজি ওজনের বাগাইড় ধরা পড়েছে, তখন উন্মুক্ত নিলামে ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেই। দাম একটু বেশি হলেও মাছটি নিয়ে নিয়েছি। এখন মাছটি আমি ১৩০০ টাকা কেজি দরে বিক্রির জন্য বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করছি।

আরও খবর

🔝