gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বোয়ালমারীতে ১৪টি বন্ধ, ৪টি ক্লিনিক কার্যক্রম চালানোর অনুমতি পেল
প্রকাশ : সোমবার, ৩০ মে , ২০২২, ০৪:০৯:১২ পিএম
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :
1653905375.jpg
ফরিদপুরের বোয়ালমারীতে মাত্র ৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে কার্যক্রম চালানোর অনুমতি দেয়া হয়েছে। এগুলোর লাইসেন্স থাকলেও নবায়ন না করায় কার্যক্রম চালানোর জন্য এক মাসের সময় দেয়া হয়েছে। এগুলো হলো- রেজিস্ট্রি অফিস সংলগ্ন মোল্যা আহম্মদ হোসেন মেমোরিয়াল হসপিটাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টার, চৌরাস্তায় অবস্থিত কোহিনূর ডায়াগনস্টিক এণ্ড জেনারেল হাসপাতাল, সরকারি কলেজ রোডে অবস্থিত দি ইস্টার্ন সার্জিক্যাল ক্লিনিক এবং হাসপাতাল রোডের আল আমিন সার্জিক্যাল ক্লিনিক। উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সহায়তায় উপজেলার ৭টি ডায়াগনস্টিক সেন্টার, ৩টি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলার যে ১৪টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে সেগুলো হলো- রূপাপাত ইউনিয়নের রূপাপাত বাজারে অবস্থিত বাঁধন ডায়াগনস্টিক সেন্টার, সেবা আধুনিক ডায়াগনস্টিক সেন্টার, শেখর ইউনিয়নের সহস্রাইলে অবস্থিত রুবেল সার্জিক্যাল ক্লিনিক, বোয়ালমারী পৌর সদরের অডিটোরিয়াম সংলগ্ন স্থানে অবস্থিত আল নূর চক্ষু এন্ড জেনারেল হাসপাতাল, ওয়াপদা মোড়ে অবস্থিত সেতু সার্জিক্যাল ক্লিনিক, স্টেশন রোডে অবস্থিত স্বর্ণা সার্জিক্যাল ক্লিনিক এণ্ড ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল রোডে অবস্থিত আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন ল্যাবরেটরি, নূরজাহান ডায়াগনস্টিক সেন্টার, মীম ডায়াগনস্টিক সেন্টার, সেবা সার্জিক্যাল সেন্টার ও জননী ডায়াগনস্টিক সেন্টার, সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে অবস্থিত মধুমতী মেডিকেল কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাতৈর ইউনিয়নের শেলাহাটি গ্রামের মা সার্জিক্যাল ক্লিনিক এণ্ড ডায়াগনস্টিক সেন্টার এবং চতুল ইউনিয়নের ময়েনদিয়ায় অবস্থিত আলভী পলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার।বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহের সুপারভিশন ও মনিটরিং বিষয়ে ২৫ মে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভার কার্যবিবরণী মোতাবেক পরবর্তী তিন দিনের মধ্যে দেশের অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহ বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সিদ্ধান্তের সূত্র ধরে বোয়ালমারী উপজেলায় অবস্থিত ১৪ টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। ডা. খালেদ আরো বলেন, যে সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহ নিবন্ধন গ্রহণ করেছেন কিন্তু নবায়ন করেনি তাদের এক মাস সময় প্রদান করা হয়েছে এবং লাইসেন্স প্রাপ্তির আগে কোন প্রতিষ্ঠান কোন কার্যক্রম চালাতে পারবে না। 

আরও খবর

🔝