gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
মহারাষ্ট্রে পানির জন্য হাহাকার, হাঁটতে হচ্ছে মাইলের পর মাইল
প্রকাশ : রবিবার, ২৯ মে , ২০২২, ০২:৫৩:১৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
1653814411.jpg
ভারতের মহারাষ্ট্রের বেশ কয়েকটি অঞ্চলে পানি সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় সংকট সমাধানের দাবিতে রাস্তায় নামেন সেখানকার হাজার হাজার বাসিন্দা। এ সময় রাস্তাঘাট বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।হাতে কলসি নিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন নারীরা। এ চিত্র ভারতের মহারাষ্ট্রের। শনিবার পানি সংকট নিরসনের দাবিতে রাস্তায় নেমে আসেন সেখানকার কয়েক হাজার নারী। রাজ্যটিতে দীর্ঘদিন ধরে চলছে বিশুদ্ধ পানি সংকট।এ অবস্থায় খাওয়ার পানির খোঁজে প্রতিদিনই নারীদের হেঁটে যেতে হয় মাইলের পর মাইল। এ থেকে পরিত্রাণ পেতে সংকটের স্থায়ী সমাধানের দাবি করেন তারা।স্থানীয়রা বলছেন, ৫০ বছর হয়ে গেছে এখনো আমাদের বিশুদ্ধ পানির কোনো সুবিধা নেই। নারীরা প্রতিদিন পানি আনতে কয়েক কিলোমিটার পর্যন্ত হাঁটেন কলসি নিয়ে। এভাবেই চলছে বছরের পর বছর।এদিকে বিক্ষোভের কারণে রাস্তাঘাট বন্ধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এদিকে সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।যদিও ইতোমধ্যে কয়েকটি অস্থায়ী পানির ট্যাংকের ব্যবস্থা করা হয়েছে। দ্রুতই স্থায়ী সমাধান হবে বলে আশা সবার।চলমান পানি সংকটে মহারাষ্ট্রের বেশ কয়েকটি গ্রামের মানুষ বৃষ্টির পানির আসায় থাকেন। বৃষ্টির পানি সংগ্রহ করে তারা পানির চাহিদা পূরণ করলেও এ বছর প্রচণ্ড গরম পড়ায় এবং বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছেন তারা।

আরও খবর

🔝