gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
ভারতের সঙ্গে নৌযোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ
প্রকাশ : শুক্রবার, ২৭ মে , ২০২২, ০৬:৪৬:৫৩ পিএম
ঢাকা অফিস:
1653655641.jpg
অভিন্ন নদীর পানি বণ্টন সংকট নিরসনসহ ভারতের সঙ্গে নদীপথে যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ। আগামীকাল শনিবার (২৮ মে) থেকে ভারতের আসামে আন্তর্জাতিক নদী সম্মেলনে যোগ দেয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৩০ মে নয়াদিল্লিতে জেসিসি বৈঠকে দেশটির সঙ্গে অমীমাংসিত ইস্যুসহ অর্থনৈতিক নানা বিষয় থাকছে আলোচনার টেবিলে।এবারও বন্যায় ধুঁকছে সিলেট অঞ্চল। আসামেও দেখা দিয়েছে বন্যা। দুদেশেরই ক্ষয়ক্ষতি অনেক।মতামতের তোয়াক্কা না করে অভিন্ন নদীর গতিপথে বাধা দেওয়ার কারণে মরুকরণ, নদীভাঙন থেকে শুরু করে বন্যার মতো দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। শুধু ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন নিয়ে টানাপোড়েনের ব্যাপ্তিও এখন কয়েক দশকের। শুধু তাই নয়, দেশটির সঙ্গে ৬টি অভিন্ন নদীর অসম পানিবণ্টন গলার কাঁটা হয়ে আছে বাংলাদেশের।এমন পরিস্থিতিতে ন্যাচারাল অ্যালাইস ইন ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারডিপেনডেন্স (এনডিএআই) নামের স্বতন্ত্র সংস্থার উদ্যোগে ভারতের আসামের গোয়াহাটিতে ২৮ মে থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নদী সম্মেলন। আলোচ্যসূচিতে থাকছে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটি সুস্পষ্ট নদী ব্যবস্থাপনা তৈরিতে গঙ্গা-ব্রহ্মপুত্রের পানি বণ্টন। বাংলাদেশ-ভারত-থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও অন্যান্য দেশের হাইকমিশনাররা যোগ দেবেন এখানে। থাকছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।ভারত সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী জানান, নদী অববাহিকা সংরক্ষণ ও নৌযোগাযোগের ওপর জোর দেবে ঢাকা।নদী সংযোগ কীভাবে বাড়ানো যায়, সেই সঙ্গে নদীগুলোকে আমাদের অববাহিকায় কীভাবে সবার উপকারে নিয়ে আসা যায়, সে সম্পর্কে আলোচনা হবে।তিস্তা প্রসঙ্গ আলোচনায় উঠে আসবে কি না, এমন প্রশ্নের সরাসরি জবাব না দিলেও এ কে আব্দুল মোমেন বলেন, নদী সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।তিনি জানান, ৩০ তারিখে নয়াদিল্লিতে জেসিসির বৈঠকে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে।এক মাসের ব্যবধানে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী আবারও বসছেন দ্বিপক্ষীয় বৈঠকে।

আরও খবর

🔝