gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পশ্চিমবঙ্গ : নেতাদের সোশ্যাল মিডিয়া নিয়ে প্রশিক্ষণ দেবে বিজেপি
প্রকাশ : শুক্রবার, ২৭ মে , ২০২২, ০৪:০৯:৩৪ পিএম
কাগজ ডেস্ক:
1653646195.jpg
২০১৪ সালের লোকসভা নির্বাচনে যেসব খাতে বিজেপি নেতারা অন্য দলের চেয়ে এগিয়ে ছিলেন তার মধ্যে একটি ছিল সোশ্যাল মিডিয়ার ব্যবহার। সোশ্যাল মিডিয়ায় তারা বিরোধীদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছিলেন।   সেই সময় প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে নিয়ে বিজেপি সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচারণা চালিয়েছিল, তা তাকে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে দিয়েছিল সহজেই।   এখন, ওই নির্বাচনের ১০ বছর পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভাবনা রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর পশ্চিমবঙ্গে সাফল্য পেতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কৌশল আবারও নিতে যাচ্ছে বিজেপি। এ নির্বাচনে সোশ্যাল মিডিয়াকে প্রচারের কাজে ভালো করে ব্যবহার করতে চায় বিজেপি। সে কারণে বিজেপির সাংসদ ও বিধায়কদের থেকে তৃণমূলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিজেপির সোশ্যাল মিডিয়া সেল সেই প্রশিক্ষণের দায়িত্ব সামলাবে। পশ্চিমবঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ উজ্জ্বল পারেখ। তিনি ২০১৪ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন। তিনি বলছেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাজ্যের ৬ কোটি ভোটারের মধ্যে ৪ কোটি ভোটার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। তাই তৃণমূলে বিজেপি কর্মীদের কাছে পৌঁছে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য।  তিনি আরও বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে তাই সোশ্যাল মিডিয়ার ওপর গুরুত্ব আরও বাড়বে। এটা স্বাভাবিক। ২০১৯-এর লোকসভায় রাজ্যে বিজেপি যে ১৮টি আসনে জয় পেয়েছিল, সেটার পেছনে সোশ্যাল মিডিয়া সেলের একটা বড় গুরুত্ব আছে।  

আরও খবর

🔝