gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চুকনগর বধ্যভূমিতে পুষ্পার্ঘ অর্পণ ভারতীয় হাইকমিশনারের
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মে , ২০২২, ০৮:৩৩:৪৩ পিএম
সাব্বির খান ডালিম ডুমুরিয়া ::
1653575643.jpg
শহীদদের স্মরণে ডুমুরিয়ার চুকনগর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, ওসি শেখ কনি মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীন, মাস্টার সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেন, সরদার মুস্তাফিজুর রহমান দুলু, প্রহ্লাদ ব্রহ্ম, অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, সরদার শরিফুল ইসলাম, সমীর কুমার দে গোরা, প্রভাষক গোবিন্দ ঘোষ, কবি ইব্রাহিম রেজা প্রমুখ। গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম দাবি বলেন, চুকনগরে গণহত্যার সময় অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়েছিল। কিন্তু বিনা চিকিৎসায় তারা মারা গেছে। তাই চুকনগর বধ্যভূমি প্রাঙ্গণে একটি হাসপাতাল নির্মাণের জন্য ভারতীয় হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এসময় ভারতীয় হাই কমিশনার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন।

আরও খবর

🔝