gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে মাদক মামলায় তিনজনের কারাদণ্ড
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মে , ২০২২, ০৮:০৫:১৮ পিএম
কাগজ সংবাদ:
1653575575.jpg
যশোরে মাদক মামলায় তিন ব্যক্তির কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে আদালত। আসামিরা হলেন, শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের শামসুর রহমানের ছেলে মোহাম্মদ রুবেল, যাদবপুর ঘোষপাড়া গ্রামের মনিরের ছেলে মহাসীন আলী ও উত্তর বুরুজ বাগান গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আলী হোসেন ওরফে শিমুল। বৃহস্পতিবার যশোরের জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক প্রত্যেকের ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি এম.ইদ্রিস আলী।আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২১ আগস্ট রাতে যশোর র‌্যাবের কাছে সংবাদ আসে বেনাপোল দিয়ে তিন ব্যক্তি ফেনসিডিলসহ যশোরের দিকে আসছে। তাৎক্ষণিক তারা চাঁচড়া চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। রাত নয়টা ১০টা ১৫ মিনিটে নাভারণের দিক থেকে একটি প্রাইভেটকার  (ঢাকা মেট্রো গ-১৩-৩২৫৪) আসতে দেখে র‌্যাব থামানোর সংকেত দেয়। ওইসময় প্রাইভেটকারটি দ্রুত পালানোর চেষ্টা করে। র‌্যাব ধাওয়া করে গাড়িটি ধরে ফেলে। এরপর গাড়ি থেকে ওই তিনজনকে আটক করে। এ সময় প্রাইভেটকারের পেছনের ডালা থেকে ৪শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার মূল্য দু’ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া, প্রাইভেটকার ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-৬ যশোরের পুলিশ পরিদর্শক অহিদুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে কোতোয়ালি থানার এসআই মতিয়ার রহমান ওই তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। সর্বশেষ বৃহস্পতিবার আদালত আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আরও খবর

🔝