gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মেরিনার ঘাতক স্বামীকে আটকের দাবিতে মানববন্ধন
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ মে , ২০২২, ০৮:২৮:৪৩ পিএম
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
1652970545.jpg
কেশবপুরে গৃহবধূ ও কলেজছাত্রী মেরিনা পারভীনের হত্যাকারী স্বামী আনিছুর রহমানকে আটকের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহ¯পতিবার বেলা ১১টায় গড়ভাঙ্গা বাজারে এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধনে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।এলাকাবাসী জানান, যশোর সরকারি এম এম কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী গৃহবধূ মেরিনা পারভীনকে গত ঈদের দিন রাতে (৩ মে) উপজেলার রামচন্দ্রপুর গ্রামে শ্বশুর বাড়িতে স্বামী আনিছুর রহমান সাগর ওরফে রিপন ছুরিকাঘাত করে। এতে মেরিনা পারভীন মারাত্মকভাবে আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু, তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ মে তিনি মারা যান। মেরিনার বাবা আবুল কালাম আজাদ এ ব্যাপারে কেশবপুর থানায় মামলা করেন। ঘটনার পর থেকেই মেরিনার স্বামী পলাতক। এক সপ্তাহ অতিবাহিত হলেও আসামি আটক না হওয়ায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এ মানববন্ধন করেছেন।মানববন্ধনে বক্তৃতা করেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাংবাদিক সিদ্দিকুর রহমান, সাবেক ইউপি সদস্য কবরী বেগম, মেরিনার বাবা আবুল কালাম আজাদ, বোন প্রিন্সেস বেগম, শিক্ষক নাজমুল হোসেন, এলাকার বাসিন্দা সনদ বসু হরি, রবিউল ইসলাম, আব্দুল জলিল, জাহাঙ্গীর হোসেন এবং কামরুল ইসলাম।মানববন্ধনে বক্তারা কলেজ ছাত্রী গৃহবধূ মেরিনা পারভীনের হত্যাকারী ঘাতক স্বামী আনিছুর রহমানকে অবিলম্বে গ্রেফতার করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, কলেজ ছাত্রী গৃহবধূ মেরিনা পারভীনের হত্যাকারী ঘাতক স্বামী আনিছুর রহমানকে গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও খবর

🔝