gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
অফিস আদালত আর ব্যাংক খুললেও নেই কর্মচাঞ্চল্য
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ মে , ২০২২, ০৫:৫৯:২০ পিএম
ঢাকা অফিস:
1651752016.jpg
টানা ছয় দিনের ঈদের ছুটি কাটিয়ে অফিস-আদালতে যোগ দিয়েছেন কর্মজীবীরা। তবে উপস্থিতি অনেক কম। যারা এসেছে তারা শুভেচ্ছা বিনিময় করেই সময় কাটিয়েছেন। গত বৃহস্পতিবার ছিলো শেষ সরকারি কর্মদিবস। এরপর টানা দুদিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে, ছয় দিনের ঈদের লম্বা ছুটি শুরু হয়। সেই ছুটি কাটিয়ে কেউ কেউ কাজ যোগ দিলেও, অনেকেই অফিস শুরু করবেন আরো দুদিনের সাপ্তাহিক ছুটি শেষ করে। তাই বৃহস্পতিবার অফিসপাড়ায় সে রকম কর্মচাঞ্চল্য নেই।সহকর্মীরা ঈদের কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময় করছেন। ব্যাংক পাড়াতেও জরুরি লেনদেন ছাড়া খুব একটা চাপ দেখা যায়নি। আবার অনেক বেসরকারি প্রতিষ্ঠানও খোলেনি।ঈদের পরে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঈদের পরে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি প্রায় অর্ধেক। যারা এসেছেন তাদের মধ্যে ছিলো ঈদের আমেজ।সচিবালয় চত্বর, ভবনের করিডোর এবং বিভিন্ন কক্ষ ঘুরে দেখা গেছে বেশিরভাগ কক্ষই ছিলো একেবারে ফাঁকা। কোনো কোনো কক্ষে এখনো ঝুলছে তালা। বৃহস্পতিবার অফিস করার পর আবার দু’দিন সাপ্তাহিক ছুটি। অনেকেই দিনটি ঐচ্ছিক ছুটি নিয়ে টানা ৯ দিনের ছুটি উপভোগ করছেন। ফলে রোববার থেকে সচিবালয়ে ফিরবে কর্মব্যস্ততা।যারা অফিসে এসেছেন তারাও খোশগল্প করেই সময় কাটাচ্ছেন। একে অপরের কুশল বিনিময় করেছেন। ঈদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন। অনেকে সহকর্মীদের জন্য খাবারও এনেছেন।সচিবালয়ের পার্কিংয়ের স্থানসহ আশপাশের জায়গাগুলোতেও গাড়ির সংখ্যা কম। নেই মানুষের পদচারণা। দর্শনার্থী অভ্যর্থনা কেন্দ্রে কারও উপস্থিতি চোখে পড়েনি।সচিবালয়ের মতো পুরনো ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতেও ছিলো না কোন ধরনের কর্ম চাঞ্চল্য। আইনজীবীদের সংখ্যা ছিলো কম। তারাও সময় কাটিয়েছেন শুভেচ্ছা বিনিময় করে।ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারও। বৃহস্পতিবার থেকে পূর্বের যথারীতি নিয়ম ও সময়ে ফিরে গেছে এসব প্রতিষ্ঠান। অর্থাৎ সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

আরও খবর

🔝