gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
উত্তরা গণভবনে উপচেপড়া ভিড়
প্রকাশ : বুধবার, ৪ মে , ২০২২, ০৭:২৩:০১ পিএম
নাটোর প্রতিনিধি:
1651670603.jpg
করোনার কারণে গত ২ বছর ঈদগুলোতে নাটোরের উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকলেও এবার ঈদে খোলা থাকায় পর্যাপ্ত ভিড়। এখানে আসা সব বয়সী মানুষ প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহাসিক স্থানটি দেখে মুগ্ধ হচ্ছেন।উত্তরা গণভবনের হিসাব সহকারী নূর মোহাম্মদ জানান, ঈদের দ্বিতীয় দিন বুধবার (৪ মে) সকাল থেকে দর্শনার্থীদের ভিড় ছিল নাটোরের উত্তরা গণভবনে। নানা বয়সী মানুষ দলে দলে প্রবেশ করেন এখানে।গণভবনের মূল প্যালেসসহ শতাধিক প্রজাতির গাছ, ৪০ ধরনের ফুল মুগ্ধ করেছে বড়দের। এ ছাড়া মিনি চিড়িয়াখানায় পাখি, হরিণ ও বানর দেখে খুশি শিশুরা।৪৫ একর জমিতে স্থাপিত উত্তরা গণভবন দেখতে নাটোরের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন।সম্পূর্ণ দেখতে গিয়ে ক্লান্ত হয়ে দর্শনার্থীরা গাছে নিচে ও বেঞ্চে বিশ্রাম নেন দর্শনার্থীরা।তিনি বলেন, মঙ্গলবার (৩ মে) প্রায় ৫ হাজার দর্শনার্থী উত্তরা গণভবন দর্শন করেন। নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, গণভবনের নিজস্ব আনছার সদস্যসহ টুরিস্ট পুলিশ দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করছে।১৭৩৬ সালে রাজা দয়ারাম রায় সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় এই রাজবাড়িটি স্থাপন করেন। আর ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এটিকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন। ২০ টাকার টিকিটের বিনিময়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা গণভবন দর্শন করা যায়।

আরও খবর

🔝