gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পাটকেলঘাটায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু নিহত
প্রকাশ : বুধবার, ৪ মে , ২০২২, ১১:৫৫:০৫ এ এম
আশরাফ আলী, পাটকেলঘাটা (সাতক্ষীরা) : :
1651644015.jpg
পৃথিবীতে মায়ের কোলের মত নিরাপদ জায়গা আর নেই। সুখে দুঃখে সকল প্রাণীর শেষ ভরসার স্থলই হল তার সন্তানের জন্য মায়ের কোল। মায়ের কোলই হচ্ছে সন্তানের সবচেয়ে শীতল এবং নিরবিচ্ছিন্ন ভালবাসার অটুট বন্ধন। শত কষ্টের মাঝেও মা তার সন্তানের অফুরন্ত ভালবাসার দুয়ার সারা জীবন আগলে রাখেন। সেই মায়ের কোল থেকেই একমাত্র আদরের ধন পিচের রাস্তার উপর ছটকে পড়ে মায়ের সামনেই ছটফট করে মারা গেছে। ঘটনাটি ঘটেছে ঈদুল ফিতরের দিন মঙ্গলবার বেলা ১২টার দিকে পাটকেলঘাটার সাতক্ষীরা খুলনা মহাসড়কের শাকদহা ব্রীজের সন্নিকটে। পারিবারিক সুত্র জানায়, পাটকেলঘাটা  থানার লালচন্দ্রপুর গ্রামের আবু সাঈদ ও তার ৬ মাস বয়সের শিশুপুত্র মুশফিকুজ্জামানসহ পরিবারের মোট ৪জনে মিলে ব্যাটারী চালিত ভ্যানে নগরঘাটা গ্রামে আত্মীয়ের বাড়ী যাচ্ছিল। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা ব্রীজ নামক স্থানে পৌছালে আবু সাঈদের স্ত্রীর অসাবধানতায় বোরখা ভ্যানের চাকার সাথে জড়িয়ে যায়। বুঝে ওঠার আগেই তার স্ত্রী ও কোলে থাকা শিশুপুত্র পিচের উপর পড়ে যায়। এসময় কোলে থাকা ৬মাস বয়সের শিশুপুত্র ছিটকে পড়ে সকলের সামনেই ছটফট করেতে থাকে। তাৎক্ষনিক সাথে থাকা পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে পাটকেলঘাটার স্থানীয় ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। এ সময় সাথে থাকা মা এবং পরিবারের লোকজনের গগন বিদারী কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। এখবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকেলে আসর নামাজের পরপরই শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

আরও খবর

🔝