gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
গোপালগঞ্জে ঈদের জামাত অনুষ্ঠিত
প্রকাশ : মঙ্গলবার, ৩ মে , ২০২২, ০৫:২৭:৫৫ পিএম
গোপালগঞ্জ প্রতিনিধি:
1651577416.jpg
দেশ ও জাতির মঙ্গল কামনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে গোপালগঞ্জে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৩ মে) সকাল ৮ টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।এ বছর জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে ঈদগাহ ময়দানে ধর্মীয় নিয়ম-কানুন মেনে নামাজ আদায় করেন নারীরা।শিশুসহ সর্বস্তরের মানুষের সাথে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো: রাশেদুর রহমান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু। দীর্ঘ দুই বছর পর এ ঈদগাহে ২০ হাজার ধর্মপ্রাণ মুসুল্লী একসাথে ঈদের নামাজ আদায় করেন।এরপর সকাল সাড়ে ৮ টায় থানাপাড়া জামে মসজিদে দ্বিতীয় ও সকাল ৯ টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।এ ছাড়া পুলিশ লাইন মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলা সদরের বিভিন্ন মসজিদে এবং মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।ঈদের জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ। ঈদ জামাত উপলক্ষে জেলায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আরও খবর

🔝