gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সার্বিয়ায় চীনের ক্ষেপণাস্ত্র, ইউরোপের আপত্তি
প্রকাশ : সোমবার, ২ মে , ২০২২, ১০:৫৯:৪৬ এ এম
আন্তর্জাতিক ডেস্ক::
1651467615.jpg
ইউরোপীয় ইউনিয়নের প্রবল আপত্তি সত্ত্বেও গত মাসে সার্বিয়ায় অত্যাধুনিক এইচকিউ-২২ সারফেস-টু-এয়ার সিস্টেম সরবরাহ করে চীন। শনিবার (৩০ এপ্রিল) হুমকি উপেক্ষা করে সম্প্রতি সরবরাহ করা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি প্রকাশ্যে প্রদর্শন করেছে সার্বিয়া।বার্তা সংস্থা এপির খবরে জানা যায়, রাজধানী বেলগ্রেডের কাছে একটি সামরিক বিমানবন্দরে প্রদর্শনের জন্য রাখা হয় ক্ষেপণাস্ত্রটি। ক্ষেপণাস্ত্র ছাড়াও সম্প্রতি চীনের সরবরাহ করা অন্যান্য সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে।চীনা ক্ষেপণাস্ত্র মোতায়েনকে সম্ভাব্য আক্রমণকারীদের বিরুদ্ধে একটি ‘শক্তিশালী প্রতিরোধ’ প্রচেষ্টা বলে অভিহিত করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক। তার দাবি সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘটনা ‘কারও জন্য হুমকি নয়’।ইইউ সদস্যপদ প্রার্থী সার্বিয়াকে চীনা সামরিক সরঞ্জাম ক্রয়ের ব্যাপারে সতর্ক করেছিল ইইউ কর্তৃপক্ষ। ২০২০ সালে মার্কিন কর্মকর্তারাও বেলগ্রেডকে এইচকিউ-২২ মিসাইল সিস্টেম কেনার বিরুদ্ধে সতর্ক করেছিল।ইইউ এবং অন্যান্য পশ্চিমা জোটে যোগ দিতে পশ্চিমা মানের সামরিক সরঞ্জাম ক্রয়ের পরামর্শ দেয়া হয়েছিল দেশটিকে।শুরু থেকেই রুশ এবং চীনা অস্ত্রের বিস্বস্ত ক্রেতা হিসেবে পরিচিত সার্বিয়া। টি-৭২ যুদ্ধ ট্যাঙ্ক, মিগ-২৯ ফাইটার জেট, এমআই-৩৫ অ্যাটাক হেলিকপ্টার এবং চীনা নির্মিত ড্রোন রয়েছে দেশটির সামরিক ভাণ্ডারে।

আরও খবর

🔝