gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
অভয়নগরে এমপি রনজিৎ রায়ের আর্থিক সহায়তা প্রদান
প্রকাশ : সোমবার, ২ মে , ২০২২, ১২:০৫:১৩ এ এম
তারিম আহমেদ ইমন, নওয়াপাড়া (যশোর) ::
1651462671.jpg
অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি মাজারের পিছনে সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া কুঠির শিল্পের দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি রনজিৎ কুমার রায় এমপি’র নিজস্ব তহবিল থেকে তিনি নিজেই এই অর্থ বিতরণ করেন। রোববার বিকেলে নওয়াপাড়া ইন্সটিটিউট অফিস কক্ষে ক্ষতিগ্রস্থ ৯জন ব্যবসায়ীর প্রত্যেক কে এমপি  ৫০ হাজার টাকা এবং ৫০ জন কর্মচারীর প্রত্যেককে ৪ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। অর্থ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, অভয়নগর  উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দিন, নওয়াপাড়া প্রেসকøাবের সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রসেনজিৎ দাস সঞ্জিত, যুবলীগের সাবেক সভাপতি আবদুর রউফ মোল্যা, ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহ প্রমুখ। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাতে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি মাজারের পিছনে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি কুটির শিল্প ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ভস্মিভুত হয়েছিল।

আরও খবর

🔝