gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বিদ্যুতের খুঁটিতে ঘুড়ি, আড়াই ঘণ্টা সংযোগ বন্ধ
প্রকাশ : শনিবার, ৩০ এপ্রিল , ২০২২, ০৩:০৩:০৩ পিএম
সাতক্ষীরা প্রতিনিধি:
1651309411.jpg
সাতক্ষীরার তালায় বিদ্যুতের খুঁটিতে ঘুড়ি আটকে থাকায় আড়াই ঘণ্টার মতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৯টা পর‌্যন্ত তালা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। পল্লী বিদ্যুৎ তালা অফিসের লাইনম্যান মনোয়ার হোসেন বলেন, সুজনশাহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ৩৩ কেভি মেইন লাইনের মধ্যে ঘুড়ি আটকে লাইন ফল্ট হয়। সে কারণে কিছু সময় বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছিল। এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। তালা সদরের শিবপুর গ্রামের বাসিন্দা বাবলু সরদার বলেন, প্রতিদিন ৪-৫ ঘণ্টা করে বিদ্যুৎ থাকে না। একটু বাতাস হলেই বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া স্বাভাবিক থাকলেও বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। তবে কোনো লোডশেডিং নেই জানিয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউল হক বলেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুতের আওতায় ৫ লাখ ৮৫ হাজার গ্রাহক রয়েছেন। প্রতিদিন ১২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। আমাদের বিদ্যুতের কোনো ঘাটতি নেই। কোনো লোডশেডিংও নেই। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার পর একটু ঝড় হয়েছে। সে কারণে বিদ্যুতের সংযোগগুলো একটু এলোমেলো হয়েছে।এখনো কিছু কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সংযোগ স্থাপনের জন্য আমাদের কাজ চলছে।

আরও খবর

🔝