gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
লামা রাবার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
প্রকাশ : শনিবার, ৩০ এপ্রিল , ২০২২, ০২:৫০:১৬ পিএম
জাহিদ হাসান লামা (বান্দরবান) প্রতিনিধি ::
1651308648.jpg
লামা রাবার ইন্ডাস্ট্রিজ বন্ধের ষড়যন্ত্রে মিথ্যা অভিযোগ উঠেছে। ইন্ডাস্ট্রিজের ১৬০০ একর ভূমির বৈধতা রয়েছে। এর মধ্যে ৪০০ একর জমি সন্ত্রাসীরা বিভিন্ন সময় অস্ত্রের মহড়া দিয়ে জবর দখলের পায়তারা করে মিথ্যা অভিযোগ দায়ের করে চলছে। মিথ্যা অভিযোগে ঠিক ঈদের আগ মুহুর্তে (২৯ এপ্রিল) ম্যানেজারসহ দু'জনকে আটক করেছে পুলিশ। অনদিকে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়া জবর দখলকারীদের ছুঁইতে পারিনি কোনো আইন।জানাযায়, লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ৬৪ জন শেয়ারহোল্ডার একত্রিত হয়ে বান্দরবান জেলার লামা থানার অন্তরগত ৫ নং সরই ইউনিয়নের ৩০৩ নং ডলুছড়ি মৌজা ও ৩০১ নং সরই মৌজায় ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নামে জেলা প্রশাসকের দপ্তর হতে লীজ চুক্তির মাধ্যমে ২৫ একর করে ৬৪ টি রাবার প্লট ( ১৬০০ একর ) জমি বরাদ্ধ প্রাপ্ত হন তাঁরা । সাম্প্রতিক বছরগুলোতে লামা রাবার ইন্ডাস্ট্রিজের উদ্যাক্তাদের অনুকুলে রাবার হর্টিকালচার এর নামে তপশীল বর্ণিত ১৬০০ একর বৈধ লীজের জমির একটি অংশ জবর দখলের পায়তারা করছে যোহান ত্রিপুরা গং।সরকার কর্তৃক বরাদ্দকৃত এ সব ভূমিতে উন্নয়ন কর্মকান্ডে বাঁধা দিচ্ছে একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র। সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র মহড়া এবং একের পর এক মিথ্যা অভিযোগ, মানববন্ধ করে প্রশাসনের আনুকুল্যতা পাওয়ার চেষ্টায় আছে।এ বিষয়ে জেলা সদরে মানবন্ধনের পর, জেলা উপজেলার কর্ণধারগন সম্প্রতি একটি সিদ্ধান্ত গ্রহন করে দুপক্ষের বিরোধ নিরসন করে দেন।সিদ্ধান্ত ছিল এরুপ যে, লামার রাবার ইন্ডাস্ট্রিজ তাদের দেড় শ্ একর জায়গা পাহাড়িদের জন্য খালী রেখে কার্যক্রম করবেন।এর পর লামা রাবার মালিক পক্ষ তাদের লীজ প্লটভুক্ত  দু'শ একর জায়গা ছেড়ে দিয়ে বাগান সৃজনের কার্যক্রম শুরু করেন। এদিকে যোহান ত্রিপুরার নেতৃত্বে একটি সশস্ত্র দল অতিসম্প্রতি কোম্পানীর কাজে পুনরায় বাঁধা প্রধান করে, একটি মিথ্যা ভিডিও ভাইরাল করেন। যার ফলে লামার প্রশাসনও বিব্রত হয়।এ বিষয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজের মালিক পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, তারা এই অঞ্চলে আইন সম্মতভাবে শিল্প বিকাশে নানানভাবে বাঁধাগ্রস্ত হচ্ছেন। বিবৃতিতে তাঁরা সরকারের সংশ্লিষ্ট সকল মহলের কাছে আইনগত সহযোগিতা চেয়েছেন। তার পরও কোন অদৃশ্য কারনে সরকারের সকল নিয়ম অনুসরণ করেও রাবার ইন্ডাস্ট্রিজ সহায়তা পাচ্ছে না, এটা তাদের বোধগম্য নয়। উপরন্ত সন্ত্রাসী, অন্যায়কারী ও এই অঞ্চলের উন্নয়নে বাঁধাদানকারী মহল প্রশাসনের আনুকুল্যতা পায়(!)। এমন মন্তব্য করেছেন লামা রাবার ইন্ডাস্ট্রিজের মালিক পক্ষ। ২৯ এপ্রিল সন্ধায় লামা রাবার মালিক পক্ষ এই প্রতিনিধিকে জানান, "আজ সন্ধায় তাদের ম্যানেজারসহ দু'জনকে পুলিশ আটক করেছে"। তারা আরো জানান, "লাংকম মুরুং নামের একজন বাদী হয়ে একটি সিআর মামলা করেন। মামলায় লামা রাবার ইন্ডাস্ট্রিজের মালিক, ম্যানেজার ও বাগানের শ্রমিকসহ ৮ জনকে আসামী করা হয়। মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্তগন বাগান ও ঘর পুড়ে দিয়েছে। লামা রাবার দাবী করেন তারা, "নিজেদের লীজভুক্ত জায়গায় ইতিপূর্বে স্থানীয় গণ্যমান্যদের মৌখিক সিদ্ধান্ত মতে নিজেদের ২০০ একর জমি বাদ দিয়ে আমরা নতুন বাগান সৃজনের কাজ করতেছি।" কিন্তু জবর দখলকারীরা মিথ্যাচার করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে, ঈদ মৌসুমে আমাদেরকে হয়রানী করছে।"বিষয়টি সংশ্লিষ্টরা নজরে আনার দাবী জানিয়েছেন উদ্যােক্তারা। পার্বত্য লামায় রাবার হর্টিকালচারের সকল সম্ভাবনা বেস্তে যাবে।

আরও খবর

🔝