gramerkagoj
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পাটুরিয়ায় যাত্রীর ভিড়, ভোগান্তি ছাড়াই পারাপার
প্রকাশ : শনিবার, ৩০ এপ্রিল , ২০২২, ০২:৪৭:২৩ পিএম
মানিকগঞ্জ প্রতিনিধি :
1651308479.jpg
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপ না থাকলেও ঘরমুখী যাত্রীর চাপ রয়েছে পাটুরিয়া ঘাটে। ঘাট এলাকায় দীর্ঘ সময় অপেক্ষা না কারায় ভোগান্তি ছাড়াই নৌপথ পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন।শনিবার (৩০ এপ্রিল) সকাল ৯ টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।পাটুরিয়ার লঞ্চঘাটে সকাল থেকে ঘরমুখী যাত্রীর ভিড় রয়েছে। ঘরমুখী এসব যাত্রী ও যানবাহন এবারের ঈদযাত্রায় ভোগান্তি ছাড়াই ফেরিঘাট পার হয়ে বাড়ি ফিরতে পারছে বলে দাবি ফেরিঘাট কর্তৃপক্ষের।পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঈদযাত্রায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখী যাত্রী ও যানবাহন পারাপারের ক্ষেত্রে প্রস্তুতি ভালো থাকায় ঘাট এলাকায় কোনো যানজট ও যাত্রী ভোগান্তি নেই। ঘাট পার হতে আসা যাত্রীরা ঘাটে আসামাত্রই ফেরি ও লঞ্চে করে নদী পার হতে পারছে।বিআইডব্লিউটিসি আরিচা কার‌্যালয় সূত্রে জানা গেছে, যাত্রী ও যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মোট ২১টি ফেরি মধ্যে ২০টি ফেরি বহরে রয়েছে। এ ছাড়া ৫টি ঘাট সচল থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে না যাত্রীদের।এদিকে আরিচা-কাজিরহাট নৌপথে ৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এ কারণে সেখানেও যানবাহনের চাপ নেই জানিয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ২১টি লঞ্চ থাকায় কাটা পথে আসা যাত্রীরা ভোগান্তি ছাড়া পার হয়ে যাচ্ছে।

আরও খবর

🔝