gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধ্বস, ১২ নারী শ্রমিক নিহত
প্রকাশ : শুক্রবার, ২৯ এপ্রিল , ২০২২, ০৭:৪৩:০৫ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
1651239799.jpg
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে একটি অবৈধ স্বর্ণ খনিতে দুর্ঘটনায় সেখানে কর্মরত ১২ নারী শ্রমিক নিহত হয়েছেন। ভূমিধ্বসে মাটি চাপা পড়ায় তারা প্রাণ হারান।শুক্রবার (২৯ এপ্রিল) ভূমিধ্বসের আগে ওই খনিতে ১৪ জন নারী কাজ করছিলেন। তারা প্রায় দুইঘণ্টার মতো সময় এটির ভেতরে থাকার পর হঠাৎই ধসে পড়ে মাটি। এরপর ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় এবং বাকিদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর দ্য ওয়াশিংটন পোস্ট।স্থানীয় পুলিশ প্রধান মারলন রাজাগুকগুক জানান, সম্প্রতি প্রশাসন স্বর্ণের ওই কূপগুলো বন্ধ করে দিয়েছে। যা থেকে স্থানীয়রা স্বর্ণ উত্তোলন করতো। যে কূপটিতে ধসের ঘটনা ঘটেছে সেটি মোটামুটি দুই মিটার বা ৬ দশমিক ৫ ফুট গভীর ছিলো।প্রসঙ্গত, খনিজ সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় অনুমতিহীন খনিগুলোতে এ ধরনের দুর্ঘটনা খুবই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় লোকজনের কাছে আকর্ষণীয় পরিত্যক্ত বিভিন্ন সাইটে তারা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করেই অবশিষ্ট মূল্যবান ধাতু স্বর্ণ সংগ্রহে গেলে এ সব দুর্ঘটনা ঘটে থাকে।

আরও খবর

🔝