gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তেঁতুলতলা মাঠ ফিরে পেয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী
প্রকাশ : শুক্রবার, ২৯ এপ্রিল , ২০২২, ০৭:৪২:২৬ পিএম
ঢাকা অফিস: :
1651239773.jpg
রাজধানীর কলাবাগান তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের সিদ্ধান্তে সৃষ্ট বিতর্কের অবসান হয়েছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে। কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করে এটি উন্মুক্ত মাঠ হিসেবে রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।এর ফলে দীর্ঘদিন ধরে মাঠ রক্ষার আন্দোলনে জড়িত থাকা মানবাধিকারকর্মী, পরিবেশকর্মী, সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত এলাকাবাসীরাও। স্থানীয় শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।শুক্রবার (২৯ এপ্রিল) সরেজমিনে তেঁতুলতলা মাঠে এসে দেখা যায়, স্থানীয় শিশু-কিশোররা ফুটবল খেলায় মেতেছে। দীর্ঘ দুইমাস পর মাঠে খেলতে নেমে তাদের আনন্দের শেষ নেই। এ সময় মাঠের পাশে স্থানীয় বাসিন্দাদের অনেকেই দাঁড়িয়েছিলেন। নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তারা।তেঁতুলতলা মাঠে দীর্ঘদিন ধরে দায়িত্বপালন করা পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, মাঠটি যেন আগের রূপ ফিরে পেয়েছে।তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক সৈয়দা রত্না বলেন, ‘আমার বিশ্বাস ছিল, আমাদের দাবির কথা প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছালে তিনি মাঠের পক্ষে থাকবেন। আমি অনেক চেষ্টা করেছি, আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য। অবশেষে তার কাছে আমাদের কথাগুলো পৌঁছেছে। আমার বিশ্বাস সঠিক ছিল। লাভ ইউ বুবু, আপনাকে ধন্যবাদ। ’উল্লেখ্য বৃহস্পতিবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, মাঠটিতে আর কোনো নির্মাণকাজ হবে না। জায়গাটি যেভাবে ছিল, সেভাবেই থাকবে। এটি আগের মতো এলাকাবাসী ব্যবহার করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে এ সিদ্ধান্ত হয়েছে।

আরও খবর

🔝