gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আইফোন চুরির পর যেভাবে চলে যায় দেশের বাইরে
প্রকাশ : শুক্রবার, ২৯ এপ্রিল , ২০২২, ০৪:২২:০৫ পিএম
ঢাকা অফিস:
1651227763.jpg
আইফোন চুরি ও ছিনতাইয়ের পর পুনরায় বাজারজাতকরণের সঙ্গে জড়িত তিনটি চক্রের মূলহোতাসহ ১৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫৩টি মোবাইল ফোন, দুটি হার্ডডিস্ক, ৪৯টি সিম এবং ৩০টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।ছিনতাইকারী চক্রটির টার্গেট থাকে রাজনৈতিক, সামাজিক সভা-সমাবেশ। এ ছাড়া বাস, লঞ্চ এবং রেলস্টেশনসহ জনসমাগম এলাকায় ওত পেতে থাকে তারা। পাশেই রাখা থাকে গাড়ি। একটি ফোন চুরি বা ছিনতাই করে দ্রুত হাতবদল করে আরেকজনের কাছে।ডিবি পুলিশ জানায়, প্রযুক্তির এ যুগে মোবাইল চুরি-ছিনতাই প্রতিরোধে নানা রকম অ্যাপস ব্যবহার করেন মোবাইল ব্যবহারকারীরা। এ রকম ফোন ছিনতাই করে কীভাবে ঝামেলা এড়ানো যায় সে বিষয়েও প্রযুক্তিরপ্ত করেছে চক্রটি। চক্রগুলো মোবাইল কিছুদিন নিজের কাছে রেখে পরে সফটওয়ারের সাহায্যে আইএমইআই পরিবর্তন করে, স্ক্রিন লক ভেঙে স্থানীয় মার্কেটে বিক্রি করে।এই তো গেল সাধারণ ফোনের কথা। আইফোন চুরি করে বিক্রির সমাধানও বের করেছে চক্রটি। প্রযুক্তিবিদ ভাড়া করে খুব সহজেই আইফোনের লক খোলা এবং আই ক্লাউড রিমুভ করতে পারে তারা। এতেও ব্যর্থ হলে প্রকৃত মালিককে ফিশিং লিংক পাঠিয়ে বিভ্রান্ত করে ফোনটি নিজের আয়ত্তে নিয়ে নেয়। বিক্রি করে দেশের বাইরে।বুধবার রাজধানীসহ আরও তিনটি জেলায় অভিযান চালিয়ে ফোন চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিনটি চক্রের মূলহোতাসহ ১৩ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।

আরও খবর

🔝