gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রাজারহাটের শ্মশান কমিটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল , ২০২২, ০৯:৪৬:১৯ পিএম
কাগজ সংবাদ:
1651160919.jpg
রাজারহাটের শ্মশান কমিটি নিয়ে তালবাহানা শুরু করেছে যশোর সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবেন ভাস্কর। এমন অভিযোগ করেছেন রাজারহাট শ্মশান কমিটির সভাপতি রতন কুমার পাল। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে রতন কুমার পালের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি পলাশ বিশ্বাস। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজারহাট গ্রামের পালপাড়া, মালোপাড়া, বাজারপাড়া ও দাসপাড়ার মানুষ মিলে এ গ্রামে বিভিন্ন পূজা পার্বন করে আসছেন। তারা যে কমিটি করে সেই কমিটিই রাজারহাটের শ্মশানেও সার্বিক কাজ পরিচালনা করে। কিন্তু এখন ওই কমিটি ভেঙে নতুন করে কমিটি করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। এতে জেলা পূজা পরিষদের সহসভাপতি দুলাল সমাদ্দারকে আহ্বায়ক ও রামনগর ইউনিয়ন পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্তকে সদস্য সচিব করে নতুন কমিটির প্রস্তাব দিয়েছেন দেবেন ভাস্কর অভিযোগ রতন পালের। এ ব্যাপারে কথা বলার জন্য গত ৬ এপ্রিল দেবেন ভাস্কর রাজারহাট শ্মশান কমিটির নেতৃবৃন্দকে ডেকে অশ্লীল ভাষায় কথা বলেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ করা হয়। এ ব্যাপারে রাজারহাটের শ্মশান কমিটি ৫ মে বেলা ১১টায় শ্মশানে মিটিং ডাকা হয়েছে। তাদের এই শান্তিপূর্ণ মিটিং পন্ড করতে দেবেন ভাস্কর একই সময় মিটিং আহ্বান করেছেন। যা নিয়ে রাজারহাট এলাকার হিন্দ্র সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা এ ঘটনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, রাজারহাট শ্মশান কমিটির উপদেষ্টা দিপ্তি রঞ্জন পাল, কৃষিবিদ সুভাষ সরকার, কৃষ্ণ সাহা প্রমুখ। 

আরও খবর

🔝