gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ভারতে পালানোর চেষ্টাকালে ভাই হত্যাকারীকে আটক
প্রকাশ : বুধবার, ২৭ এপ্রিল , ২০২২, ০৯:৫৪:০০ পিএম
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
1651074994.jpg
বড় ভাইকে খুন করে ভারতে পালানোর চেষ্টাকালে ছোট ভাই হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে যশোরের বিরামপুর এলাকার মোফাসা নামে একজনের ১০ তলা ভবন থেকে তাকে আটক করা হয়। হাফিজুর রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুরের মৃত মুজিবর মাস্টারের ছেলে ও বড় ভাই ফজলুর রহমান হত্যা মামলার প্রধান আসামি। বুধবার ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্র্রিফিংয়ে এডিশনাল এসপি আনোয়ার সাঈদ জানান, পৈত্রিক সূত্রে পাওয়া জমি নিয়ে দুই ভায়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। সেই বিরোধের সূত্র ধরে মঙ্গলবার দুপুরে বড় ভাই ছোট ভাইয়ের দোকানে যায়। সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে হাফিজুর রহমান ছুরি দিয়ে তাকে হত্যা করে। হত্যার পর হাফিজুর রহমান ভারতে পালানোর জন্য যশোরে তার এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঘন ঘন অবস্থান পরিবর্তন করায় হাফিজুরের সন্ধান পেতে পুলিশকে হিমশিম খেতে হয়। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারের নেতৃত্বে পুলিশের চারটি টিম এই অভিযানে অংশ নেয়। এ ঘটনায় নিহতের ছেলে আসাদুজ্জামান টিপু বাদী হয়ে চাচা হাফিজুর রহমান ও চাচি লাইলাতুন্নেছা তোতাকে আসামি করে মামলা করেন।কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, ফজলুর রহমান নিহতের ১০ ঘণ্টা পর পুলিশ প্রধান আসামিকে আটক করতে সক্ষম হলো। এছাড়া যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছিল সেটিও উদ্ধার করা হয়েছে।এদিকে, বড় ভাইকে খুনের বিষয়ে হাফিজুর রহমান রহমান জানান, জমি দখল আর পৈত্রিক জমির বন্টন নিয়ে মিথ্যা অপবাদ শুনতে শুনতে তিনি অতিষ্ঠ হয়ে পড়েন। ঘটনার দিনও তার হোমিও দোকানে এসে বড় ভাই এমন অপবাদ দিতে থাকেন। এক পর্যায়ে তিনি রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে ছুরি দিয়ে হামলা চালান।

আরও খবর

🔝