gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
গরমে দিশেহারা খেটে খাওয়া মানুষ
প্রকাশ : মঙ্গলবার, ২৬ এপ্রিল , ২০২২, ০৪:১০:২৬ পিএম
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
1650967845.jpg
প্রচণ্ড তাপদাহে নদী-নালা-খাল-বিল-পুকুর শুকিয়ে গেছে। মাঠঘাট ফেটে চৌচির। বিস্তৃর্ণ জনপদ এখন ধূসর, বিবর্ণ। আকাশে মেঘের দেখা নেই। বৃষ্টি না হওয়ায় বাড়ছে কৃষকের বোরো ধান চাষের সেচ খরচ। সব মিলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখন দিশেহারা।পটুয়াখালী জেলার কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট এলাকার দিনমজুর রহমান মিয়া বলেন, ‘মঙ্গলবার (২৬ এপ্রিল) হাটের দিন। সকালে ট্রলারযোগে বিভিন্ন এলাকা থেকে নৌপথে কাঁচামাল এসেছে। এসব কাঁচামাল হাটে নিয়ে যেতে অনেক বেগ পেতে হয়েছে। শুধু গরম আর গরম। ঘেমে একাকার হয়ে গেছি।’একই এলাকার পঞ্চাশোর্ধ্ব রিক্সা চালক সমির মিয়া বলেন, ‘এতোটা রোদের তাপ আগে কখনো পড়েনি। কয়েকদিন ধরে অসহনীয় গরম পড়ছে। রাস্তায় রিক্সা নিয়ে বেড়োনো দায় হয়ে যাচ্ছে। তারপরও পেটের তাগিদে বের হচ্ছি।’উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কৃষক ছালেক মিয়া বলেন, ‘কয়েকদিনের প্রচণ্ড গরমে গাছ পালা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রোদ্রের খড়তাপে মাঠ-ঘাট ফেটে গেছে। এভাবে চলতে থাকলে আমরা সবজি চাষিরা বড় ক্ষতির মুখে পড়বো।’কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার বলেন, ‘গত এক সপ্তাহ ধরে জেলার প্রতিটি হাসপাতালে ডায়রিয়া ও চর্ম রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এসব রোগ থেকে বাঁচতে বেশি করে বিশুদ্ধ পানি পান করা উচিত। একই সঙ্গে সবাইকে স্বাস্থ বিধি মেনে চলতে হবে।’পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘আগামী বৃহস্পতিবারের আগে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়া পুরো সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের বর্তমান অবস্থা বিরাজ করতে পারে।’

আরও খবর

🔝