gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
"স্বপ্ন পূরণের গল্প"এবার ঈদের আনন্দে যুক্ত হলো প্রাপ্তির উল্লাস
প্রকাশ : মঙ্গলবার, ২৬ এপ্রিল , ২০২২, ০৪:০৬:৫৬ পিএম
জাহিদ হাসান, লামা(বান্দরবান) প্রতিনিধি ::
1650967636.jpg
প্রধান মন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেলেন, দেশের ত্রিশ হাজার পরিবার জমিসহ একটি করে সেমিপাকা ঘর।মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে প্রতিশ্রুতি পুরণে  ২৬ এপ্রিল ২৪ রমজান মঙ্গলবার আরও ৩৩ হাজার পরিবারকে ঈদ উপহার হিসেবে নতুন ঘর দিয়েছেন।আশ্রয়ণ-২ প্রকল্প'র এবার তৃতীয় ধাপে দেশের ৪৯২টি উপজেলার অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর করে দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সব ঘর হস্তান্তর করেন।এর আওতায়  বান্দরবানের পার্বত্য লামা উপজেলায় দশটি পরিবারকে প্রধান মন্ত্রীর ঈদ উপহারের ঘর হস্তান্তর করেন।লামা উপজেলা হলরুমে, প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স  উপলক্ষ্যে আয়োজিত সভায়, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসারসহ সকল বিভাগীয় প্রধান, ঈদ উপহার গ্রহীতা ও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ ছিলেন।

আরও খবর

🔝