gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
স্বামীর বিরুদ্ধে মামলার পর এবার সংবাদ সম্মেলন করলেন সেই তহমিনা
প্রকাশ : সোমবার, ২৫ এপ্রিল , ২০২২, ০৯:০৭:৩১ পিএম
কাগজ সংবাদ:
1650899961.jpg
যশোরে স্বামীর বিরুদ্ধে মামলার পর এবার সংবাদ সম্মেলন করেছেন পাঁচবাড়িয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে তহমিনা খাতুন। সোমবার বেলা ১২ টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২১ এপ্রিল রাতে শহরের ষষ্ঠিতলাপাড়ায় তার স্বামী ইয়াসির আরাফাতের সাথে তার দ্বন্দ্ব হয়। এ ঘটনায় মামলা করেন তিনি। কিন্তু একটি পক্ষ বাড়ি ভাংচুরের ঘটনা নিয়ে তার দুঃসম্পর্কের নানা জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যা বিব্রতকর।  তিনি উল্লেখ করেছেন, তার স্বামী যৌতুকের দাবিতে তার ওপর অত্যাচার চালাতেন। বিষয়টি নিয়ে প্রথমে সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরীর কাছে যান। সেখানে সমাধান না পেয়ে তার নানাকে জানান। এরপর নানা ইয়াসিরের সাথে কথা বলেন। এরমধ্যে গত ২১ এপ্রিল তিনি সন্ধ্যার পর বাজারে যান। বাজার থেকে ফিরে আসার পর ইয়াসির তাকে বাড়ি ঢুকতে দেননি।  ইয়াসির জানান তিনি তহমিনাকে তালাক দিয়েছেন। এরপর তহমিনা তার পরিবার ও নানাকে বিষয়টি জানান। তহমিনা আরও জানান,‘আমার নানা এক পর্যায়ে স্বামীর বাড়ির গেটের সামনে আসেন।  এসে তার পরিচয় দিলেও তারা দরজা খোলেনি। একটা সময় আমার সাথে থাকা বাবা, বোন, আশপাশের লোক ও নানার সাথে থাকা দলীয় লোক দরজা খোলার চেষ্টা করে। একটু ধাক্কা দিতেই দরজা খুলে যায় এবং সবাই ভেতরে প্রবেশ করে।’ একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে উল্লেখ করেন তহমিনা। একইসাথে এ বিষয়ে তার নানা শহিদুল ইসলাম মিলনকে জড়িয়ে বিভিন্ন পত্রপত্রিকায় ষড়যন্ত্রমূলক  সংবাদ পরিবেশন করা হয়েছে বলে দাবি করে তিনি তার প্রতিবাদ জানান।  এসময় তার বোনসহ জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।এদিকে  তহমিনার স্বামী ইয়াসির আরাফাতের পরিবারের দাবি, তহমিনা অবাধ্য আচরণ করতেন।  তাকে উচ্ছৃঙ্খল আচরণ থেকে ফেরাতে না পেরে ইয়াসির ডিভোর্স দেন। এই খবর জানতে পেরে গত ২১ এপ্রিল রাতে জেলা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার নেতৃত্বে ইয়াসির আরাফাতের বাড়িতে হামলা ভাংচুর চালানো হয়। এরপর তহিমনাকে বাদী করে মামলা দেয়া হয় ইয়াসির আরাফাত ও তার পিতা রবিউল ইসলামের বিরুদ্ধে। ওইদিন রাতেই পুলিশ ইয়াসির আরাফাতকে আটক করে।

আরও খবর

🔝