gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প পাস হবে একনেকে: মাশরাফি
প্রকাশ : সোমবার, ২৫ এপ্রিল , ২০২২, ০৭:৪৬:০০ পিএম
নড়াইল অফিস:
1650894385.jpg
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ের অর্থয়নে ৬৫ লাখ টাকা ব্যায়ে নির্মিতব্য চর দৌলতপুর সরস্বতী একাডেমি স্কুল থেকে দৌলতপুর শ্মশান ঘাট পর্যন্ত সড়ক নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কাজের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। চলমান ঢাকা প্রিমিয়াার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার ব্যস্ততার কারণে তিনি সশরীরে আসতে পারেননি।মাশরাফি বিন মর্তুজা বলেন, আমি প্রায় সাড়ে তিন বছর সংসদ সদস্য হয়েছি, তার মধ্যে ২ বছর বৈশ্বিক করোনা মহামারির কারণে আমাদের উন্নয়ন কাজ থমকে ছিল। যে কারণে আমরা আমাদের লক্ষ্য অর্জনে অনেকটা পিছিয়ে গিয়েছি। যদিও এক্ষেত্রে আমার-আপনার আমাদের কারো হাত ছিল না।তিনি আরও বলেন আপনারা জেনে খুশি হবেন যে, অচিরেই ৩৯৫ কোটি টাকার একটি ডিপিপি আমাদের নড়াইল জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয়ে একনেকে পাস হবে ইনশাআল্লাহ। আমাদের এই ডিপিপি অনুমোদিত হলে আমাদের নড়াইল জেলার সকল অভ্যন্তরীণ সড়কের কাজ নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না। যখন সংস্কার করার প্রয়োজন হবে তখন এমনিতেই তা সংস্কার হবে। একটি নিদিষ্ট সময় অন্তর সকল সড়কের উন্নয়ন ও সংস্কার কাজ হবে।মাশরাফি আরো বলেন, এই ডিপিপির ৩৯৫ কোটি টাকার পাশাপাশি আমাদের নড়াইল জেলার তিনটি পৌরসভাকে নিয়ে ৩০০ কোটি টাকার আরেকটি ডিপিপিও পাস হওয়ার পথে আছে। জেলা পর্যায়ে এমন ডিপিপি খুব কম হয়।আমাদের জেলার জন্য এটি বাস্তবায়িত হলে এটি শুধু উন্নয়নই হবে না, এটি হবে টেকসই উন্নয়ন। আমরা টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করছি। এলাকার উন্নয়নে নির্বাচনী এলাকার জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি।ভিডিও কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন ইতনা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইতনা ইউনিয়ন আওয়ামী লীগ।

আরও খবর

🔝