gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তীব্র গরমে রোগী বেড়েছে হাসপাতালে
প্রকাশ : সোমবার, ২৫ এপ্রিল , ২০২২, ১২:১১:০৪ এ এম
আশিকুর রহমান শিমুল : :
1650823984.jpg
তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। যশোরের বিভিন্ন হাসপাতালে গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে।  রোববার যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, নির্দিষ্ট সংখ্যক শয্যার বাইরেও রোগীরা মেঝেতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। রোববার বিকেল পর্যন্ত হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে রোগী ভর্তির সংখ্যা ছিল ৬৭ জন। এখানে বেডের সংখ্যা ৩২টি। সকাল আটটা থেকে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়েছেন ১১ জন। এদিকে, মহিলা মেডিসিন ওয়ার্ড ঘুরে একই চিত্র পাওয়া যায়। এ ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ৩১ জন। এখানে বেডের সংখ্যা ১৭ টি। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাতজন। ছাড়পত্র নিয়েছেন নয়জন। এসব রোগীর বেশিরভাগ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। ওয়ার্ডের সেবিকারা জানান, বেশিরভাগ রোগী শ্বাসকষ্ট, জ্বর নিয়ে ভর্তি হয়েছেন। বেডের তুলনায় রোগী বেশি হওয়ায় বারান্দায় বিছানা পেতে আছে। রোগীদের থাকার মতো মেট্রেস নেই পর্যাপ্ত।শহরের ঘোপ বেলতলা এলাকার সুরুজ আলী জানান, শনিবার রাত আটটার দিকে তার মা হামিদা বেগম (৬০) কে ভর্তি করেছেন। কিন্তু রোববার পর্যন্ত কোনো বেড পাননি। গরমে মেঝেতে থেকে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছে। ওয়ার্ডের ফ্যানগুলো ঘুরলেও তাতে তেমন কোনো বাতাস হয় না। পারখাজুরা থেকে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সবদুল মিয়া (৫০)। তিনি বলেন, প্রচণ্ড জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। কিন্তু এখানে এসে দেখি ফ্যান থাকলেও তাতে বাতাস হচ্ছে না। ওয়ার্ডে রোগীদের গাদাগাদি। অসুখ ভালো হওয়ার থেকে আরও খারাপের দিকে যাচ্ছে।হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান জানান, প্রচণ্ড গরমে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। বিশেষ করে, ডায়রিয়া, অ্যাজমা, জ্বর, শ্বাসকষ্ট, হৃদরোগসহ নানাবিধ সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। রোগীর একটু চাপ বেড়েছে সত্য। তবে, হাসপাতালে ওষুধ ও স্যালাইন পর্যাপ্ত মজুত আছে। গরমে সুস্থ থাকতে বেশি পরিমাণে পানি পান করার পরামর্শ দেন তিনি।

আরও খবর

🔝