gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খুলনায় ক্রেতার ভিড়ে ঈদের কেনাকাটায় ধুম
প্রকাশ : রবিবার, ২৪ এপ্রিল , ২০২২, ০৭:৫০:২৩ পিএম
খুলনা প্রতিনিধি:
1650808243.jpg
খুলনায় এখনই ঈদের বাজারে উপচে পড়া ভিড়। গেল কয়েক বছরে দেখা গেছে ২৭ রমজানের পর ভিড় শুরু হয়। কিন্তু এবার মানুষ কেনাকাটা শুরু করেছে ২০ রমজানের পর থেকেই।পোশাকের মার্কেটেই ভিড় বেশি। আর অতিরিক্ত কাজের চাপে এরমধ্যেই খুলনার বেশির ভাগ দর্জির দোকানে নতুন অর্ডার নেয়া বন্ধ হয়ে গেছে।খুলনার ঈদ বাজারের। করোনার সংক্রমণ শুণ্যে নেমে আসায় যেন প্রাণ ফিরে পেয়েছে খুলনার ঈদ বাজার। দুই বছর পর ক্রেতারা ফিরেছেন বিপণীকেন্দ্রে।নানা কারণ খুলনার ঈদবাজারে বিভিন্ন পণ্যো দাম বেড়েছে। তবে বেচাকেনা জমে উঠেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতারাও মুক্তভাবে দোকান থেকে দোকানে ঘুরে পণ্য কিনছেন।বিভিন্ন মার্কেটে ক্রেতাদের কাছে টানতে করেছে নানা আয়োজন করেছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতারা জানালেন তারা পণ্যের মান দেখেই কেনাকাটা করছেন।তবে থান কাপড়ের ব্যবসায়ীরা এবার কিছুটা বিপাকে পড়েছেন। কাজের চাপে দর্জিরা এরইমধ্যে অর্ডার নেয়া বন্ধ করেছে। করোনার কারনে গেল দুই বছরে আর্থিক ক্ষতি এবার পুষিয়ে নিতে পারবেন বলেই ধারণা করছেন ব্যবসায়ীরা।

আরও খবর

🔝