gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ঘুষের টাকা ফেরত চেয়ে আনসার সদস্যদের বিক্ষোভ
প্রকাশ : রবিবার, ২৪ এপ্রিল , ২০২২, ০৭:৪৯:১৭ পিএম
মেহেরপুর প্রতিনিধি :
1650808176.jpg
৫০০ ও ৭০০ টাকা ঘুষ দিয়ে দায়িত্ব নেওয়া আনসার সদস্যরা সম্মানি হিসেবে পাচ্ছেন মাত্র ২ হাজার ১০০ টাকা। নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালন করা এসব আনসার সদস্য শেষ পর্যন্ত ঘুষের টাকা ফেরত চেয়ে বিক্ষোভ করেছেন। রোববার (২৪ এপ্রিল) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন।ভুক্তভোগীরা জানান, দ্বিতীয় ধাপে মুজিবনগর উপজেলায় বাগোয়ান ইউনিয়নসহ চারটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুজিবনগর উপজেলায় ৬০০ আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করেন। ইউনিয়ন কমান্ডারদের মাধ্যমে উপজেলা আনসার কার্যালয় ভোটের ডিউটির জন্য তালিকা প্রস্তুত করে। তাই ওই টাকা ফেরতের দাবিতে অনড় রয়েছেন ভুক্তভোগী আনসার সদস্যরা। ভুক্তভোগী আনসার সদস্য সাইদুর রহমান, আরিফুল ইসলাম ও মোমিননুল ইসলাম জানান, বাগোয়ান ইউনিয়ন কমান্ডার আবুল কাশেম, দারিয়ারপুর ইউনিয়ন কমান্ডার আতিকুর রহমান, মহাজনপুর ইউনিয়ন কমান্ডার সেফাউল হক ও উপজেলার কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর আলমকে ঘুষ দিতে হয়েছে। জানা গেছে, সাম্প্রতিক সময়ে সারাদেশের মতো মেহেরপুর জেলায় ইউনিয়ন নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের ভাতা প্রদানের জন্য রোববার উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে ডাকা হয় তাদের। ঘুষের টাকা ফেরতের দাবিতে অফিসের সামনেই বিক্ষোভ করেন তারা।এ বিষয়ে মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, যারা ঘুষ নিয়েছে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া না গেলে আমার কিছু করার নেই। অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার বিষয়টি খোঁজ নিতে আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি আনসার ভিডিপি সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন। এ বিষয়ে সুজন সরকার বলেন, চার ইউনিয়নের চারজন ভুক্তভোগীর লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সরকারি বরাদ্দকৃত ২ হাজার ১০০ টাকা গ্রহণের জন্য আনসার ভিডিপি সদস্যদের অনুরোধ করা হয়েছে। 

আরও খবর

🔝